বর্ধমান (পূর্ব বর্ধমান):- পুজোর আগে ফের বড়সড় চুরির ঘটনা ঘটলো বর্ধমান শহরে। সম্প্রতি বর্ধমান শহরের বড়বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনার পর এবার বর্ধমান সদর থানার ঢিল ছোড়া দূরত্বে বিসি রোডের একটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে প্রায় ২০লক্ষ টাকার গহনা চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো। দোকানের মালিক শিব শঙ্কর রায় জানিয়েছেন, গভীর রাতে কে বা কারা বাইরের দেওয়ালে সিঁধ কেটে দোকানে ঢুকে প্রায় ৫০০ গ্রাম সোনা ও রুপোর গহনা চুরি করেছে। দোকানের ক্যাস বাক্সে রাখা ৪৫ হাজার টাকাও নিয়ে গেছে দুষ্কৃতিরা। তিনি জানিয়েছেন, পুজোর আগে এই ঘটনায় তার পথে বসার উপক্রম হয়েছে। শিবশঙ্কর বাবু অভিযোগ করেছেন, এর আগেও তার দোকানে চুরির ঘটনার কোনো কিনারা করতে পারেনি বর্ধমান থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ জমা করলেও পুলিশ এখনো সেই ঘটনার বিষয়ে কাউকে ধরতে পারেনি। তিনি জানিয়েছেন, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তার দোকান। তাতেও যদি দোকানের নিরাপত্তা না থাকে, তাহলে সারা শহরের অবস্থা সহজেই অনুমেয়। এদিকে সোনার দোকানে চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত বিসি রোডের ব্যবসায়ী মহল।
Tags jewelry jewelry stolen jewelry store
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …