বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে গুলি করার অভিযোগে অভিযুক্ত কৃষ্ণা সিংহকে তৃণমূল পার্টি অফিসে ডেকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপান উতোর শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনায় ক্রমশই উত্তাপ বাড়ছে বর্ধমান শহর জুড়ে। গুরুতর আহত কৃষ্ণা সিংহকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কৃষ্ণা সিং–এর দাদা বিজয় সিংহ অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরেই তাঁদের সঙ্গে নানাভাবে ঝামেলা করার চেষ্টা করছেন প্রাক্তন কাউন্সিলার সৈয়দ মহম্মদ সেলিম। তাঁর কথামত তোলাবাজি সহ অন্যান্য কাজ করতে না চাওয়ায় তাঁদের নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে। বিজয় সিংহের দাবী, ঘটনার সঙ্গে তাঁরা মোটেই জড়িত নন। এমনকি তাঁরা বিষয়টি জানতেন না। ঘটনার সময় তাঁরা বাড়িতেই ছিলেন। তাঁদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিজয় সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় কৃষ্ণা সিংহকে ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় পার্টি অফিসে। এরপর জোড় করে তাকে দিয়ে গুলি চালানোর ঘটনায় মুচলেখা লিখিয়ে নেবার চেষ্টা করা হয়। আর তা না করায় তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কৃষ্ণা সিংহকে উদ্ধার করতে গেলে স্থানীয় কাউন্সিলার তাতে বাধা দেন। যদিও পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিজয় সিং অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধেই বেশ কিছুদিন ধরেই তাঁদের ওপর নানারকম প্রতিশোধমূলক ব্যবহার করার চেষ্টা করছেন ৬নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মহম্মদ সেলিম। তাঁর কথা না শোনার জন্যই তাঁদের বিরুদ্ধে গুলি চালানোর মিথ্যা অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টিই সাজানো বলে দাবী করেছেন তিনি। অন্যদিকে,এব্যাপারে এদিন মহম্মদ সেলিম জানিয়েছে্ন, তাঁর ওপর গুলি চালানোর ঘটনা এলাকার মানুষ মেনে নিতে না পেরেই গণপ্রহার দিয়েছে কৃষ্ণা সিংকে। তিনি জানিয়েছেন, তাকে পার্টি অফিসে ডেকে মোটেই মারধর করা হয়নি। কৃষ্ণা সিং এবং তার ভাই অজয় সিংকে এদিন মহম্মদ সেলিম সমাজবিরোধী বলেই চিহ্নিত করে জানিয়েছেন, এক বিজেপি নেতা তাঁকে খুন করার জন্য কৃষ্ণা সিংহদের সুপারি দিয়েছিল। সেলিম জানিয়েছেন, এর আগেও কৃষ্ণা সিংহের পরিবারের সঙ্গে পাড়াতেই ঝামেলা হয়। এমনকি একটি গরু মরাকে কেন্দ্র করে পাড়ার মহিলাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করে কৃষ্ণা সিংহের পরিবার। যদিও এব্যাপারে তিনি জানিয়েছেন, দুপক্ষকে ডেকে পার্টি অফিসে বসে মীমাংসাও করা হয়। বিজয় সিংহ সেলিমের বিরুদ্ধে তোলাবাজির যে অভিযোগ করেছেন সে ব্যাপারে সেলিম জানিয়েছেন, এটা একেবারেই মিথ্যা অভিযোগ। বরং কৃষ্ণা সিংহরাই এলাকায় তোলাবাজি করছিল। তা তিনি বন্ধ করে দিয়েছেন।
Tags Burdwan Municipality Mass beating
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …