খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ২০১৫ সালের ২১ জুন রাজনৈতিক সংঘর্ষের জেরে খুন হতে হয়েছিল খণ্ডঘোষের ওঁয়াড়ী গ্রামের তৃণমূল সমর্থক সেখ জামাল উদ্দিন, লায়েক আয়নাল ও সেখ সওকতকে। তাঁদের স্মৃতিতে শুক্রবার স্মরণসভা করা হল ওঁয়াড়ী গ্রামে। ইতিমধ্যে শহীদ পরিবারগুলোকে একটি করে চাকরী ও দোষীদের দল থেকে বহিস্কার করেছে তৃণমূল নেতৃত্ব। শুক্রবার এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসর ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি বিশ্বনাথ রায় সহ ব্লকের সকল তৃণমূল কর্মীবৃন্দ।
Tags All India Trinamool Congress Barddhaman Bardhaman Burdwan Khandaghosh memorial tmc
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …