বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে বাকি আর কয়েক ঘণ্টা। আর তার ঠিক একদিন আগে শুক্রবার পূর্ব বর্ধমান জেলায় প্রার্থী ও দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করে একযোগে কাজ করার জন্য কড়া বার্তা দিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। শুক্রবার বর্ধমানে আয়োজিত নির্বাচনের এই প্রস্তুতি বৈঠকে অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় -সহ সমস্ত বিধায়ক ও জেলার সমস্ত সহযোগী সংগঠনের সভাপতিরা। দলীয় সূত্রে জানাগেছে, এদিনের বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন, গোষ্ঠী দ্বন্দ্ব ছেড়ে সবাইকে একযোগে দলের প্রার্থীকে জেতাতে মাঠে নামতে হবে। এর কোনও ব্যতিক্রম হলে দল তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জানাগেছে, মন্ত্রী এদিন বলেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের যা লিড ছিল তা এবার যেন দ্বিগুণ করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার বার্তা নিয়ে আরও নিবিড় জনসংযোগ করতে হবে। ছাত্র-যুব ও মহিলা সংগঠনের নেতা কর্মীদের আরও ব্যাপকভাবে লড়াইয়ের ময়দানে নামার নির্দেশ দিয়ে যান অরূপ বিশ্বাস।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …