Breaking News

বর্ধমান পৌরসভার উদ্যোগে বুধবার থেকে শুরু হল রাতেও জঞ্জাল নেওয়ার কাজ

On the initiative of Burdwan Municipality, the garbage collection work started from Wednesday even at night

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান পৌরসভার উদ্যোগে বুধবার থেকে শুরু হল রাতেও আবর্জনা নেওয়ার কাজ। সন্ধে ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বর্ধমান শহরে ১১ টি আবর্জনা নেওয়ার গাড়ি ঘুরবে। এ ছাড়াও রবিবারও রাস্তায় ময়লা তুলবেন সাফাই কর্মীরা। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ১১ টি জঞ্জাল অপসারণ গাড়ির মাধ্যমে পৌরকর্মীদের উপস্থিতিতে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, অনেকদিন ধরে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল। সমস্ত কাউন্সিলার, পৌর আধিকারিক ও পৌর কর্মীদের সহযোগিতায় এই প্রকল্পের পথচলা শুরু হলো। আপাতত ১১ টি গাড়ি কাজ করবে রাত ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। এই চার ঘণ্টায় দুবার পরিষ্কার করা হবে। আগামী এক মাসের মধ্যে এর পরিসর অনেক বেশি বৃদ্ধি পাবে। সম্ভবত কলকাতার পর বর্ধমান শহরে এই প্রকল্প বাস্তবায়িত হল। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের এম সি আই সি প্রদীপ রহমান, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, নোডাল অফিসার তাপস মাকড়-সহ অন্যান্যরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম এই ধরনের ‘নাইট ক্লিনিং’ ব্যবস্থা শুরু করার কথা বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানদের ডেকে একটি মিটিংয়ে বলেছিলেন। এর এক মাসের মধ্যেই বর্ধমানে এই প্রকল্প বাস্তবায়িত হল।
বর্ধমান পৌরসভার এম সিআইসি প্রদীপ রহমান বলেন, এই ধরনের পরিষেবা সাধারণ মানুষের যথেষ্ট উপকারে লাগবে। আমাদের লক্ষ্য জঞ্জালমুক্ত শহর এবং ডেঙ্গু মুক্ত পৌরসভা। শহরের ভ্যাটগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের লক্ষ্য। শহরের ৩৫টি ওয়ার্ডে ভ্যাট বা আবর্জনা ফেলার যেসমস্ত জায়গা আছে সেখান থেকে পৌরসভার গাড়ি জঞ্জাল তুলে নেবে। কিন্তু সকাল ছটার আগে সেখানে আর জঞ্জাল ফেলতে পারবে না। ফেললে ফাইন করা হবে ১০০০ টাকা।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *