বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ‘নট ফর সেল’ লেবেল দেওয়া প্রচুর পরিমাণ সরকারী ওষুধ, ইঞ্জেনকশন ও সার্জিক্যাল সরঞ্জামের অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। সোমবার রাতে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলার পাঞ্জাবীপাড়ায় বহুতল একটি আবাসনে ড্রাগ কন্ট্রোল ব্যুরো ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ অভিযানে সরকারী মেডিসিন নিয়ে কালোবাজারীর পর্দাফাঁস হল। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারী সাপ্লাইয়ের ঔষুধ, ইঞ্জেকশন ও সার্জিক্যাল সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম সৌরেন্দ্র নারায়ণ রায়। পুলিশ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গেছে, সোমবার রাতে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাঞ্জাবী পাড়ার একটি আবাসনে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেডিসিন ও সার্জিক্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে বেশ কিছু সরকারী সরবরাহের জন্য ব্যবহৃত ওষুধ ও সরঞ্জামও ছিল। সরকারি হাসপাতালে সাপ্লাই দেওয়া ওষুধ এখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে কোলকাতা থেকে সরকারি মেডিসিন ঘুরপথে নিয়ে এসে বর্ধমানের বেশ কিছু নার্সিং হোমে সরাবরাহ করা হতো। উদ্ধার হওয়া সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সরকারি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে এদিন বহু নামী ও বহুজাতিক কোম্পানীর ডাক্তারদের দেবার স্যাম্পেল ফাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রেড লাইসেন্স থাকলেও ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধ মজুত করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে তদন্তকারী অফিসারেরা।
Tags government medicine medicine medicine smuggling
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …