Breaking News

কাটোয়ায় বাস দুর্ঘটনার পর সোমবার জেলা জুড়ে অনিয়ম রুখতে পরিবহণ দপ্তরের অভিযান

After the bus accident in Katwa on Sunday, the transport department launched a drive to remove illegal roof carriers and ladders from buses across Purba Bardhaman district on Monday.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার কাটোয়ার বাস দুর্ঘটনার জেরে সোমবার জেলাজুড়ে বাসে নজরদারী শুরু করল পুলিশ ও পরিবহণ দপ্তর। সোমবার সকাল থেকেই গোটা জেলা জুড়ে জায়গায় জায়গায় বাসের ছাদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। বেশ কিছু জায়গায় নিয়ম বহির্ভূতভাবে যাত্রী তোলায় করা হয়েছে জরিমানাও। এমনকি বাসের ছাদের সিঁড়িও কেটে ফেলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এদিকে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কাটোয়ায় এই বাস দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃতের নাম তরুণ দাস (৩৭)। কাটোয়ার মুলোটি গ্রামে তাঁর আদি বাড়ি হলেও বর্তমানে কোপা গ্রামে বসবাস করতেন। After the bus accident in Katwa on Sunday, the transport department launched a drive to remove illegal roof carriers and ladders from buses across Purba Bardhaman district on Monday. অপরদিকে, নিয়ম বহির্ভূতভাবে যাত্রী পরিবহন ও পরিবহন দপ্তরের নিয়ম না মানায় আটক করা হয়েছে এদিন বেশ কয়েকটি বাস। জেলাজুড়ে বাসের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পরিবহন দপ্তরের নিয়ম মেনে বাসগুলি যাত্রী পরিবহন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জেলার সদর শহর বর্ধমান-সহ কাটোয়া কালনা মহকুমাতেও চলছে অভিযান। খতিয়ে দেখা হচ্ছে বাসগুলির স্প্রিড লিমিট মিটার লাগানো আছে কিনা। পাশাপাশি ফিটনেস সার্টিফিকেট, রিসোল টায়ার, হেডলাইট, ব্রেকিং লাইট ঠিকঠাক আছে কিনা তাও এদিন থেকে খতিয়ে দেখা শুরু হয়েছে। নিয়ম না মানায় বেশকিছু বাসকে আটক করার পাশাপাশি বহু বাসকে জরিমানাও করা হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। এদিন এক বাস চালক জানিয়েছেন, মালপত্রের জন্য ক্যারিয়ার লাগানো আছে। আমরা খুলে দেবো। এটা শেষ গাড়ি, তাই সময় বিশেষে যাত্রীকে ছাদে ওঠাতে হয়। চাপা উচিত নয়। কিন্তু শেষ গাড়ী হওয়ায় অনেক সময় কিছু করার থাকে না। বাধ্য হয়ে ওঠেন। ভুবন মাঝি নামে বাসের এক হেল্পার এদিন জানিয়েছেন, মালপত্রের জন্য সিঁড়ি লাগানো ছিল। জোর করে অনেক যাত্রী চেপে পড়েন। এখন খুলে দিচ্ছি। বাসের চালক সুবীর ঘোষ এদিন প্রশাসনের এই তত্পরতার পরিপ্রেক্ষিতে বলেছেন, ছাদের ক্যারিয়ার, সিঁড়ি খোলার জন্য বলছে। আমরা খুলে দিচ্ছি। চাপতে না দিলে যাত্রীরাও অনেক সময় ঝামেলা করেন। এমনকি যাত্রীদের এলাকায় সংগঠিত ভাবে গণ্ডগোল করা হয়। After the bus accident in Katwa on Sunday, the transport department launched a drive to remove illegal roof carriers and ladders from buses across Purba Bardhaman district on Monday. অপরদিকে, পরিবহণ দপ্তরের মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর সুব্রত গোস্বামী জানিয়েছেন, এই ধরণের চেকিং নিয়মিত হয়। প্রতি মাসেই স্পেশাল চেকিং হয়। সমস্ত রকম মেন্টেনেন্স, ফিটনেস সমস্তটাই পরিবহণ দপ্তর থেকে দেখা হয়। তবে তিনি এদিন জানিয়েছেন, রবিবার কাটোয়ায় বাস দুর্ঘটনার জেরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আগামীতে কোনও বাসের ছাদে ক্যারিয়ার থাকবে না। তিনি জানিয়েছেন, সি এফ গ্রাউণ্ডে নিয়মিত সি এফ হয়। দুভাবে সি এফ হয়। ফিজিক্যালি ইন্সপেকশন এবং ফটোশ্যুট করা হয়। তাই সমস্তটাই রেকর্ড থাকে। ছাদে ক্যারিয়ার থাকলে ফিটনেস পাস হবে না। সংগঠনগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। এস এল ডি, হেড লাইট, ব্রেক লাইট, রিসোলিং টায়ার, বডি ফিটনেস, সামনের কাঁচ এগুলো দেখা হচ্ছে। তিনি এদিন জানিয়েছেন, এদিন দুপুর পর্যন্ত বর্ধমানে ৫ টা বাসকে আটক করা হয়েছে। সি এফ, ইনস্যুরেন্স, ট্যাক্স ভ্যালিড নেই এমন অনেক বাস চলছে। অনেক বাস-ই আসল টায়ার লাগিয়ে নিয়ে সি এফ-এ আসছে। আবার সিএফ করিয়ে বাইরে গিয়ে আবার রিসোল টায়ার লাগিয়ে নিচ্ছে। তিনি জানিয়েছেন এদিন কাটোয়া এবং কালনাতেও এই চেকিং হচ্ছে। পূর্ব বর্ধমানের আঞ্চলিক পরিবহণ আধিকারিক অনুপম চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এদিন জেলায় ৩৫ টি বাসকে অনিয়মের জন্য জরিমানা করা হয়েছে এবং ২৮ টা বাসের ক্যারিয়ার খোলা হয়েছে। After the bus accident in Katwa on Sunday, the transport department launched a drive to remove illegal roof carriers and ladders from buses across Purba Bardhaman district on Monday.

After the bus accident in Katwa on Sunday, the transport department launched a drive to remove illegal roof carriers and ladders from buses across Purba Bardhaman district on Monday.

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *