Breaking News

নিষিদ্ধ এয়ার হর্ন ব্যবহার রুখতে অভিযানে নামল বর্ধমান ট্র্যাফিক পুলিশ

Police are removing the banned air horn from the bus. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিষিদ্ধ এয়ার হর্ন ব্যবহার বন্ধে অভিযানে নামল বর্ধমান ট্র্যাফিক পুলিশ বিভাগ। বর্ধমানের ট্যাফিক ওসি চিন্ময় ব্যানার্জী জানিয়েছেন, কয়েক বছর আগে থেকেই বর্ধমান শহরের ভিতর জিটি রোড দিয়ে বড় বাস চলাচল বন্ধ করা হয়েছে। এরফলে এই জেলার বা আশেপাশের জেলাগুলির সাথে যোগাযোগরক্ষাকারী বাসগুলি শহরের মধ্যে দিয়ে যাতায়াত করে না। এই বাসগুলির জন্য শহরের কেন্দ্র তিনকোনিয়া থেকে বাসস্ট্যান্ডকে স্থানান্তরিত করে শহরের দুই প্রান্ত নবাবহাট ও উল্লাস-এ দুটি বাসস্ট্যান্ড করা হয়েছে। Police are removing the banned air horn from the bus. At Burdwan Town এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাসগুলি ছাড়াও বর্ধমান শহরের ভিতরে জিটি রোড দিয়ে ট্যুরিস্ট বাস-সহ সমস্ত দূরপাল্লার বাসও যাতায়াত করতে দেওয়া হবে না। তাদের শহরে ঢোকার পারমিটও থাকেনা। ট্র্যাফিক ওসি জানান, এদিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দুটি বাস শহরের মধ্যে দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। একই সাথে এয়ার হর্ন বাজান হচ্ছিল। এয়ার হর্নের ব্যবহার নিষিদ্ধ। তাঁদের বিষয়টা নজরে আসতেই বর্ধমান শহরের কার্জনগেটের সামনে বাস দুটোকে আটকান হয়। এরপর বাস দুটি থেকে নিষিদ্ধ এয়ার হর্ন খুলে নেওয়া হয়। পাশাপাশি নিয়ম অমান্য করে শহরের মধ্যে দিয়ে বাস চালানোর বিষয়টি নিয়েও পরিবহণ দপ্তর যাতে ব্যবস্থা নেয় সেই বিষয়েও তারা পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন।Police are removing the banned air horn from the bus. At Burdwan Town

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *