বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মালদার একাধিক জায়গায় হানা দিয়ে ট্যাবকান্ডে আরও ৪ জনকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের মধ্যে একজন প্রাইমারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও আছে। সোমবার ধৃত হাসেন আলিকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে মালদার একাধিক এলাকায় অভিযান চালিয়ে পিন্টু সেখ, জামাল সেখ, শ্রবণ সরকার ও রকি সেখ নামে ৪ জনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃত রকি সেখ মালদার ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। জেলা পুলিশের দাবি, ধৃত রকি সেখ-ই একাধিক স্কুলের অ্যাকাউন্ট লগ ইন ক্রেডেনশিয়াল শেয়ার করে দেয় যা সরকারি তহবিলের টাকা তছরুপে সাহায্য করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জেরা করে এই কাণ্ডে আর কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …