বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বীজ সরবরাহকারী সংস্থার ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম যোগেন্দ্র সামন্ত ওরফে তাপু। রায়না থানার মুগুড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার দুপুরে রায়না থানার মিল্কিডাঙা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে এবং অপর অভিযুক্তের হদিশ পেতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, যোগেন্দ্র বিভিন্ন জায়গায় ধান, আলু ও ভুট্টার বীজ সরবরাহ করে। ভিন রাজ্যেও সে বীজ পাঠায়। ২০১৯ সালে বাঁকুড়ায় রাইপুর থানার মৌজা রাইডিহির বাসিন্দা বিশ্বজিৎ মালিকের কাছ থেকে সে ধান, আলু ও ভুট্টার বীজ নেয়। পরেও তাঁর কাছ থেকে বীজ নেয় সে। বীজের মূল্য বাবদ যোগেন্দ্রর কাছে ২৬ লক্ষ টাকা পাওনা হয় বিশ্বজিৎ-এর। তিনি বেশ কয়েকবার টাকার জন্য তাগাদা দেন। তাঁর অভিযোগ, কয়েকমাস আগে তিনি টাকা চাওয়ায় তাঁকে মারধর করা হয়। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও ধৃতের আইনজীবী শান্তিরঞ্জন হাজরা বলেন, লকডাউনের কারণে ব্যবসায় মন্দা চলায় টাকা শোধ করতে পারেনি অভিযুক্ত। টাকার হিসেব নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলছে। মারধরের অভিযোগ সাজানো।
Tags businessman embezzling seed seed company seed supplier seed supplier company
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …