Breaking News

দক্ষিণ আফ্রিকায় চাল পাঠানোর জন্য তৈরি বিশেষ ধরণের বস্তা চুরির অভিযোগে গ্রেপ্তার যুবক

Khandaghosh police have arrested a youth for stealing 15000 sacks of special kind made for exporting rice abroad

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদেশে চাল পাঠানোর জন্য তৈরি বিশেষ ধরণের ১৫ হাজার বস্তা চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম প্রতাপ মালিক। রায়না থানার দেবীবরপুরে তার বাড়ি। রবিবার রাতে রায়না থানার শ্যামসুন্দর থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বস্তা উদ্ধারের জন্য ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় চাল পাঠানোর জন্য ৪৬ গাঁট বিশেষ ধরণের বস্তা তৈরি করে কলকাতার একটি সংস্থা। প্রতিটি গাঁটে ৫০০টি করে বস্তা থাকে। বস্তাগুলি খণ্ডঘোষের আমিলাবাজারে একটি গোডাউনে রাখা ছিল। কিছুদিন আগে সেখান থেকে ৩১ গাঁট বস্তা চুরি হয়ে যায়। বস্তা প্রস্তুতকারী সংস্থা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে। বর্ধমান শহরের নতুনগঞ্জে সেই বস্তা ব্যবহার হচ্ছে বলে দেখতে পান সংস্থার কর্তারা। এরপরই সংস্থার তরফে দেবাং গাডিয়া খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস নতুনগঞ্জে আসে। সেখানে জিজ্ঞাসাবাদ করে বর্ধমান শহরের তেলিপুকুর থেকে বস্তা পাওয়ার কথা জানতে পারে পুলিস। তেলিপুকুরে খোঁজখবর করে বস্তা পাচারে গোডাউনের দেখভালের দায়িত্বে থাকা প্রতাপের জড়িত থাকার বিষয়টি জানতে পারে পুলিস। এরপরই তাকে পুলিস গ্রেপ্তার করে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *