গলসি (পূর্ব বর্ধমান) :- গলসির সত্যানন্দপুরে ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে মেরে ফেলার ঘটনায় ধৃত প্রৌঢ়াকে হেফাজতে নিল পুলিস। ধৃত প্রৌঢ়ার নাম শ্রীমতী মজুমদার। রবিবার সন্ধ্যায় সত্যানন্দপুরে বাঁধের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শ্রীমতীর সঙ্গে তাঁর স্বামী সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীলের বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। সন্তোষের দামোদর নদের বাঁধে একটি কাঠের আসবাব পত্রের দোকান রয়েছে। সংসার খরচ চাইতে দোকানে যান প্রৌঢ়া। সংসার খরচের টাকা দেওয়া নিয়ে সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। তা চরমে উঠলে ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে স্বামীর মাথায় শ্রীমতী আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে আদড়াহাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …