Breaking News

কয়লা কারবারি রাজু ঝাকে খুনের মামলায় ধৃত বিহারের কুখ্যাত দুষ্কৃতি রাজন কুমারের পুলিস হেফাজত

The judge ordered Ranjan Kumar, involved in the case of coal trader Raju Jha's murder, to produce in the Burdwan CJM court on December 21 from Hajipur jail

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- টিআই প্যারেডে শনাক্ত হওয়ার পর কয়লা কারবারি রাজু ঝাকে খুনের মামলায় ধৃত বিহারের কুখ্যাত দুষ্কৃতি রাজন কুমারকে হেফাজতে নিল পুলিস। দীর্ঘ টালবাহানার পর বিহারের হাজিপুর জেল থেকে তাকে গত বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। শনাক্তকরণের জন্য তার টিআই প্যারেডের আবেদন করেন তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর শনিবার বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংশোধনাগারে টিআই প্যারেড আয়োজিত হয়। টিআই প্যারেডে ঘটনার এক প্রত্যক্ষদর্শী তাকে শনাক্ত করেছেন বলে জানা গিয়েছে। এরপর তাকে ১০ দিন হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেইমতো সোমবার রাজনকে সংশোধনাগার থেকে আদালতে পেশ করা হয়। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এবং ঘটনায় জড়িত আরও একজনের হদিশ পেতে তাকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম চন্দা হাসমত।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শক্তিগড়ে দুষ্কৃতিদের গুলিতে খুন হন রাজু। তদন্তে নেমে পুলিস ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আদালতে ইতোমধ্যেই চার্জশিট পেশ করেছে পুলিস। মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারাধীন। এরই মধ্যে নদিয়ার রাণাঘাটে স্বর্ণবিপনিতে ডাকাতির মামলায় বৈশালির কুখ্যাত শার্প শ্যুটার কুন্দন সিং গ্রেপ্তার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজু খুনে তার জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস। এরপরই খুনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেয় শক্তিগড় থানার পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় বিহারের বৈশালি জেলার বিদুপুরের রাজন কুমারের জড়িত থাকার কথা জানতে পারেন রাজু খুনে গঠিত সিটের তদন্তকারীরা। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর বিদুপুর থানার পুলিস অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার করে রঞ্জনকে। এদিকে, রাজু খুনের মামলায় কুন্দনের বিরুদ্ধে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে পুলিস। এর আগে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ হয় আদালতে। বর্ধমানের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তাদের বিচার চলছে। The judge ordered Ranjan Kumar, involved in the case of coal trader Raju Jha's murder, to produce in the Burdwan CJM court on December 21 from Hajipur jail

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *