জামালপুর (পূর্ব বর্ধমান) :- দুর্নীতির অভিযোগে জামালপুরে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের। করা হলো পথ অবরোধ। বিডিওকে অফিস থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে মারার হুঁশিয়ারি। জানাগেছে, স্বনির্ভর গোষ্ঠীর দুর্নীতি অভিযোগে বৃহস্পতিবার জামালপুরে মেমারি-তারকেশ্বর রোড অবরোধের সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু সদস্য। তাঁদের অভিযোগ, সমবায়ের নকল ফান্ড তৈরি করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। যুক্ত রয়েছেন বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। তাই রাস্তা অবরোধের পথ তাঁরা বেছে নিয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে এরপর বিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাবেন। এমনকি বিডিওকে রাস্তায় বের করে নিয়ে এসে ফেলে মারারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই বিষয়ে সংবাদমাধ্যমকে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক পার্থ সারথি দে জানিয়েছেন, অনেক আগেই জেলা থেকে গোটা ঘটনার তদন্ত হয়ে গেছে। তার রিপোর্ট তৈরি হলে আমরা পেশ করব। পাশাপাশি তাঁকে মারার হুঁশিয়ারি প্রসঙ্গে জানান, অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেয়। ওটা কোনো বিষয় নয়। এদিন প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
Tags Self-help group
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …