বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালি আন্দোলনের ঢেউ এবার বর্ধমান শহরেও। আলাদা আলাদাভাবে হলেও এই ইস্যুতে রবিবার বিকালে দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা-সহ সিপিআই(এম), সিটু, এসএফআই এবং ডিওয়াইএফআই। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ও সেখ শাহজাহান-সহ অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রবিবার বিকালে ভারতীয় জনতা যুব মোর্চা ও মহিলার মোর্চা থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয়। রাজ্যে জুড়ে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেয় বর্ধমান শহরের বিসিরোডে বর্ধমান থানার সামনে। বর্ধমানের কার্জনগেট চত্বর থেকে মিছিল করে বর্ধমান থানা ঘেরাও করে বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সমর্থকেরা। থানার সামনে ব্যারিকেড ভেঙে থানার ভেতর ঢোকার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। যাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। অপরদিকে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ও সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে সিআইটিইউ বর্ধমান শহর ২ এরিয়া সমন্বয় কমিটির পক্ষ থেকে বীরহাটা থেকে বর্ধমান থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। এছাড়াও সিপিআই(এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, সুপর্ণা ব্যানার্জী, নজরুল ইসলাম প্রমুখ। এরই পাশাপাশি এসএফআই এবং ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে কার্জন গেটের সামনে জিটি রোডের একাংশ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এদিন জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি এবং সিপিআই(এম)-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।
Tags BJP CITU CPI(M) CPM DYFI Sandeshkhali SFI
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …