Breaking News

১০০ দিনের কাজে ২০১৭-২০১৮ বর্ষে পুরষ্কৃত পূর্ব বর্ধমান জেলা

Purba Bardhaman has won the Ministry of Rural Development Award for District Category in MGNREGA or 100 days schemes for the Year 2017-18

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন দপ্তর ২০১৭-২০১৮ আর্থিক বছরে পূর্ব বর্ধমান জেলাকে জেলাওয়াড়ি সাফল্যের নিরিখে ১০০ দিনের প্রকল্পে পুরষ্কৃত করতে চলেছে। ২০১৭-২০১৮ সালের এই পুরষ্কার দেওয়া হবে দিল্লীতে আগামী ১১ সেপ্টেম্বর। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এই আর্থিক বছরে মোট ২ কোটি ৯৩ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করেছে যা গোটা ভারতবর্ষে রেকর্ড সংখ্যক শ্রমদিবস। একইসঙ্গে ১০০ দিনের মধ্যে গড়ে ৬৬ দিন কাজ দেওয়া গেছে শ্রমিকদের। গত বছরগুলিতে গড়ে ৩৩দিন কাজ দেওয়া গেছিল। গত ৩১ মে এবং ১জুন এই দুই জেলার কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রের অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা। পূর্ব বর্ধমান জেলায় ৯টি ব্লক এবং ১৩টি গ্রাম পঞ্চায়েত তাঁরা পরিদর্শন করেন। খতিয়ে দেখেন ১০০ দিনের প্রকল্পের বিভিন্ন ধরণের প্রকল্পের কাজ। স্বনির্ভর গোষ্ঠী গঠন, ইকো পার্ক, পশুপালন, ঢালাই রাস্তা, গ্রামীণ হাট, বৃষ্টির জলকে সংরক্ষণ, উদ‌্যানপালন প্রভৃতি প্রকল্পের কাজ খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করে যান। জেলাশাসক জানিয়েছেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাংলার ৬টি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাকে মনোনীত করা হয়েছিল এই প্রকল্পের কাজের নিরিখে। এরপর চলতি বছরের ১৯ মে পূর্ব বর্ধমান এবং কোচবিহার জেলাকে ফিল্ড লেবেল কাজে মনোনীত করা হয়। এরপর জেলাশাসক জানিয়েছেন, চলতি বছরেও এখনও পর্যন্ত গোটা রাজ্যের মধ্যে ১কোটি ৫৪ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করে রেকর্ড সৃষ্টি করেছে। গড়ে এখনও পর্যন্ত কাজ দেওয়া গেছে ৪২দিন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *