বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নার্স মানেই সেবা। নার্সদের জীবনের মূল ব্রতই সকলের সেবা করা। তারমধ্যে আর্ত, মুমূর্ষু মানুষকে সেবা করতে হবে দরদি মনোভাব নিয়ে। শনিবার বর্ধমানের রাইপুর রবীন্দ্র বিবেক নার্সিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষ ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি ও আদর্শকে সামনে রেখে এই পেশায় ব্রতী হওয়ার আহ্বান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষা ডা.আর কনকালক্ষ্মী। তিনি বলেন, আর পাঁচটা পেশার মত এটাও একটা পেশা ঠিকই। কিন্তু অন্য পেশার সঙ্গে এই পেশার মূল ফারাক তাঁদের সেবার মনোভাব। সমস্ত রোগী বা আর্ত মানুষকে নিজের পরিবারের মানুষ হিসেবে দেখতে হবে নার্সদের। দরদ দিয়ে মানবিকতা দিয়ে তাঁদের সেবা করতে হবে। তিনি বলেন, অন্য পেশার মত এই পেশার ক্ষেত্রেও বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্যই চাকরি – এই মানসিকতাকে ত্যাগ করতে হবে। বক্তব্য রাখতে গিয়ে এদিন অনুষ্ঠানের উদ্বোধক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরীও বলেন, পেশাগত মানসিকতা নয়, নার্সদের সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বর্ধমানের অপর এক নার্সিং কলেজের অধ্যক্ষা মনামি মণ্ডলও জানিয়েছেন, নার্সরা যদি আন্তরিকভাবে আর্ত, মুমূর্ষু রোগীদের মাথায় হাত বুলিয়ে দিতে পারেন তাতেই তাঁরা অনেক মানসিক জোর পান। এই ভাবটাকে মাথায় রাখতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সম্পাদক কিশোর কুমার বিট, শিক্ষক রামকৃষ্ণ যশ-সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন ও শপথ গ্রহণের পাশাপাশি এদিন পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।
Tags lamp lighting and oath taking ceremony lamp lighting ceremony Nursing College Nursing Institute oath taking ceremony Raipur Rabindra Vivek Nursing Institute
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …