মেমারি (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুরে ৫ বন্ধু মিলে মেমারি থানার পাল্লায় দামোদর নদের সাড়ে পাঁচ নম্বর ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ সুদীপ্ত রায়ের (১৭)দেহ মিলল সোমবার গভীর রাতে। সুদীপ্তর বাড়ি মেমারির করন্দায়। সে বড়শুলের বিএম হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। সোমবার বাড়ি থেকে বেড়িয়েছিল স্কুল যাবার জন্য। কিন্তু স্কুলে পৌঁছাতে দেরী হওয়ায় আরও ৪ বন্ধু সহ সুদীপ্তরা চলে যায় দামোদরের পাল্লার সাড়ে পাঁচ নম্বর ঘাটে। সেখানে ৫ বন্ধু মিলেই দামোদরে নামে স্নান করতে। এক বন্ধু কিছুক্ষণ পর পাড়ে উঠে আসে। এরপরই বাকি ৪ বন্ধুকে সে জলে হাবুডুবু খেতে দেখে। তাদের বাঁচাতে পাড়ে থাকা নৌকা বাঁধার একটি দড়ি সে ছুঁড়ে দেয় জলে। সেই দড়ি ধরে বাকি ৩জন কোনোরকমে পাড়ে উঠে আসতে পারলেও তলিয়ে যায় সুদীপ্ত। তার খোঁজে সোমবার বিকাল থেকেই শুরু হয় তল্লাশি। পরে সোমবার গভীর রাতে পাল্লার সাড়ে পাঁচ নম্বর ঘাটের কাছেই তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের পরিবারের দাবী, বেপরোয়া ভাবে দামোদরে বালি তোলার জন্যই জায়গায় জায়গায় তৈরী হয়েছে মরণকূপ। সেই মরণকূপে পড়ে গিয়েই প্রাণ হারিয়েছে সুদীপ্ত। সুদীপ্তের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
Tags Bardhaman Burdwan Damodar River Drowned East Bardhaman East Burdwan Memari Purba Bardhaman Student খবর দামোদর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …