Breaking News

গোটা দেশের সঙ্গে বর্ধমানেও চালু পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা

Road Transport & Highways, Shipping, Chemical & Fertilizers Minister Mansukh Mandaviya inaugurated the Purba Bardhaman branch of India Post Payments Bank

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার গোটা দেশের পোষ্টাল বিভাগের ৬৫০ শাখা এবং ৩২৫০টি কেন্দ্রে একসঙ্গে চালু হল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা। দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে এই ব্যাঙ্কের উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় পরিবহণ, কেমিক্যাল ও ফার্টিলাইজার এবং জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী মানসুখ এল মাণ্ডাভাইয়া। হাজির ছিলেন পোস্ট মাষ্টার জেনারেল কৌশলেন্দ্র কুমার সিনহা সহ পোষ্টাল বিভাগের আধিকারিকরাও। এদিন কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ এল মাণ্ডাভাইয়া জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমস্ত শাখা পোষ্ট অফিসগুলিতেও এই ব্যাঙ্কিং পরিষেবা চালু হয়ে যাবে। তিনি জানিয়েছেন, পোস্টাল বিভাগের গ্রামীণ ডাকসেবক কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে এই ব্যাঙ্কিং -এর কাজ করবেন। তিনি জানিয়েছেন, ডাক বিভাগের যে কর্মী অপ্রতুলতা রয়েছে তা দ্রুত দূর করার উদ্যোগ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। পোস্টাল বিভাগের পরিকাঠামোরও একইসঙ্গে উন্নতি করা হবে বলে তিনি এদিন জানিয়ে যান।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *