Breaking News

এক্তিয়ারের বাইরে কাজ করায় বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা জজের ভৎসনার মুখে পড়লেন দুর্গাপুরের এসিজেএম

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক্তিয়ার বহির্ভূত কাজ করায় বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা জজের ভৎসনার মুখে পড়লেন দুর্গাপুরের এসিজেএম। এক্তিয়ারের বাইরে কাজ না করার জন্য এসিজেএমকে পরামর্শ দিয়েছেন অতিরিক্ত জেলা জজ শেখ মহম্মদ রেজা। বেআইনি কাজ না করার জন্যও পরামর্শ দিয়েছেন অতিরিক্ত জেলা জজ। এসিজেএমের আইন বহির্ভূত কাজে বিস্ময় ছড়িয়েছে আইনজীবী মহলে। এসিজেএম এ ধরণের কাজ করতে পারেন না বলে শুনানি চলাকালীন আদালত কক্ষে উপস্থিত আইনজীবী কমলকৃষ্ণ তা মন্তব্য করেন। সরকারি আইনজীবী অনিল কুমার ঘোষও এসিজেএমের নির্দেশ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, কাঁকসা থানার সাহেবপাড়ার বাসিন্দা বুধন হেমব্রম পুলিসে অভিযোগ করেন, ১৫ আগস্ট রাতে কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। তাকে মারধর করে। প্রতিবেশীরা এলে হামলাকারীরা পালিয়ে যায়। তার অভিযোগ পেয়ে এসসি ও এসটি অ্যাক্টে মামলা রুজু করে কঁকসা থানার পুলিস। ২১ আগস্ট এফআইআরটি বর্ধমানের প্রথম জেলা জজের আদালতে জমা পড়ে। এরপর ২৫ আগস্ট এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ছুটি থাকায় তাকে দুর্গাপুরের এসিজেএম আদালতে পেশ করে পুলিস। ধৃতকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন এসিজেএম। কঁকসা থানার আইসিকে এফআইআরটি বর্ধমানের বিশেষ আদালত থেকে দুর্গাপুরে নিয়ে আসার জন্য নির্দেশ দেন তিনি। তার ভিত্তিতে সাব-ইনসপেক্টর দয়াময় মুখোপাধ্যায় বিশেষ আদালতে আবেদন জমা দিয়ে এফআইআরটি প্রত্যাহার করে নিয়ে যাওয়ার আবেদন জানান। এ ধরণের আবেদনে বিস্ময় প্রকাশ করেন প্রথম জেলা জজ। তিনি এ ব্যাপারে সশরীরে হাজির হয়ে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেন। সেইমতো আদালতে হাজির হয়ে দয়াময়বাবু জানান, এসিজেএমের নির্দেশে তিনি এফআইআর বর্ধমান আদালত থেকে দুর্গাপুর আদালতে নিয়ে যাওয়ার আবেদন করেছেন। তার জন্য তিনি বিচারকের কাছে ক্ষমাও চেয়ে নেন। এরপরই ভরা আদালতে এসিজেএমের বেআইনি নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রথম জেলা জজ। পুরো ঘটনার জন্য দুর্গাপুরের এসিজেএমকে দায়ী করেন তিনি। মামলার সমস্ত নথিপত্র ৫ সেপ্টেম্বর বর্ধমান আদালতে পেশ করার জন্য এসিজেএমকে নির্দেশ দেন প্রথম অতিরিক্ত জেলা জজ। পাশাপাশি এসসি ও এসটি অ্যাক্টের মামলার এফআইআর কিভাবে এসিজেএম তার আদালতে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনার জন্য এসিজেএমকে দায়ী করেছেন প্রথম অতিরিক্ত জেলা জজ। যে মামলার বিচার করার এক্তিয়ার এসিজেএমের নেই, তার নথি কিভাবে তিনি চাইতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ ধরণের বেআইনি কাজ না করার জন্য বলার পাশাপাশি এসিজেএমকে সতর্ক করে দিয়েছেন বিচারক।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *