কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- জেএনইউ, ডিইউ, ইএফএলইউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর এবিভিপি-র আক্রমণ চালানোর অভিযোগ তুলে কেতুগ্রামে পথ অবরোধ করলো এসএফআই। সোমবার কেতুগ্রামের চরখীতে কাশীরাম দাস সেতুর সামনে কাটোয়া-রামজীবনপুর হাইওয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। সভাপতিত্ব করেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর ভৌমিক। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী ও রাজ্য সভাপতি প্রণয় কার্জি।
এদিন বিক্ষোভ সভার পরে মিছিল ও পূর্ব বর্ধমান জেলা কমিটির সাংগঠনিক সভা আয়োজিত হয়। সভাতে রাজ্য সম্পাদক দেবাঞ্জন বলেন, একদিকে কেন্দ্রের সরকার কেন্দ্রীয় বাজেটের নামে শিক্ষা ব্যবস্থায় ব্যয় সংকোচন করে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলতে চাইছে আর অন্য দিকে তাদের ছত্রছায়াতে বেড়ে ওঠা এবিভিপি ক্যাম্পাসের অভ্যন্তরে গুন্ডামি করছে। আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে প্রগতিশীল ছাত্রসমাজের উপর, আক্রান্ত হচ্ছে ক্যাম্পাসের গণতন্ত্র। তিনি আরো বলেন যে, সন্দেশখালি আবারও প্রমাণ করলো রাজ্য জুড়ে জঙ্গলরাজ চলছে। এই জঙ্গলরাজের বিরুদ্ধে এবং রাজ্যের মানুষকে এই নৈরাজ্যবাদী সরকারের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রসমাজের প্রতিনিধি হিসাবে তাঁরা সন্দেশখালির সংগ্রামী জনতার পাশে আছেন।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …