বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গ্রেপ্তারি পরওয়ানা কার্যকর না করায় রায়না থানার ওসিকে কারণ দর্শানোর নির্দেশ দিল বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। কেন তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবেনা তার ব্যাখ্যা দিতে হবে ওসিকে। আগামী ২৮ আগস্ট ওসিকে কারণ দর্শাতে হবে। বিষয়টি পুলিস সুপারকেও জানানোর নির্দেশ দিয়েছেন দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কল্লোল ঘোষ।
আদালত সূত্রে জানা গিয়েছে, রায়না থানার মাছখাণ্ডার বাসিন্দা জিয়াউর মণ্ডলের বিরুদ্ধে খোরপোষের মামলা করেন তার স্ত্রী নুরুন্নেসা বিবি। আদালত প্রতি মাসে দেড় হাজার টাকা করে খোরপোষ দেওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু, দীর্ঘদিন ধরে খোরপোষের টাকা দিচ্ছে না জিয়াউর। খোরপোষের টাকা না পেয়ে দুই মেয়েকে নিয়ে চরম আর্থিক সমস্যায় পড়েছেন নুরুন্নেসা। নির্দেশ কার্যকর করতে তিনি ফের আদালতের দ্বারস্থ হন। টাকা না দেওয়ায় আদালত জিয়াউরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে। পরওয়ানা কার্যকর করে রিপোর্ট পেশের জন্য রায়না থানার ওসিকে নির্দেশ দেয় আদালত। কিন্তু, আদালতের নির্দেশ কার্যকর করেননি ওসি। আদালতের নির্দেশ কার্যকর করতে না পারার বিষয়ে তিনি কোনও রিপোর্ট পেশ করেন নি। বিষয়টি বিচারকের গোচরে আনেন নুরুন্নেসার আইনজীবী পার্থপ্রতিম শীল। আদালতে তিনি বলেন, খোরপোষ না পেয়ে চরম সমস্যায় পড়েছেন মহিলা। পুলিস ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ কার্যকর করছে না। এটা আদালত অবমাননার সামিল। তার এই বক্তব্য শুনে গ্রেপ্তারি পরওয়ানা কার্যকর করার জন্য ওসিকে ফের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর না করায় কেন তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবেনা তা জানতে চেয়েছেন বিচারক। বিচার ব্যবস্থা অনুযায়ী ওসি আদালতের নির্দেশ মানতে বাধ্য। অন্যথায় বিচারকের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আইনের প্রণেতারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন বলে বিচারক তাঁর নির্দেশে মন্তব্য করেছেন।
Tags Arrest arrest warrant Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan police Raina warrant
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …