Breaking News

‘খালিস্তানি মন্তব্য’ প্রসঙ্গে বর্ধমানের কার্জনগেট চত্বরে প্রতিবাদ আন্দোলনে শিখ সম্প্রদায়

Sikh community protest movement at Curzon Gate square in Burdwan regarding 'Khalistani Remarks'

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে শিখ সম্প্রদায়ের ক্ষোভের আঁচ এবার কলকাতা ছাড়িয়ে জেলায়। বুধবর কার্জনগেট চত্বরে হাতে কালো ফিতে বেঁধে প্রতিবাদ আন্দোলনে সামিল হন শিখ সম্প্রদায়ের মানুষজন। স্বাধীনতা সংগ্রাম ও ভারতের অখণ্ডতা রক্ষায় শিখ সম্প্রদায়ের মানুষদের ভূমিকার কথা তুলে ধরে নিজেদের খালিস্থানি নয় ভারতীয় দাবি করে আন্দোলনে সামিল হন তাঁরা। একইসাথে বিজেপি নেতৃত্বের নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি করা হয়।
বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি মহেন্দ্র সিং সালুজা জানান, একজন শিখ ভাই সম্পর্কে এই মন্তব্য নিন্দাজনক। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সাথে ক্ষমা চাওয়ারও দাবি জানাচ্ছেন। তা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *