Breaking News

নিষ্ক্রিয় করে দেওয়া আধারকার্ডধারীদের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে প্রশাসনিক আধিকারিক থেকে দলীয় নেতাকর্মীরা

The administrative officer reached out to the inactive Aadhaar card holders with the Chief Minister's message

জামালপুর (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের মুখে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আধার কার্ড নিষ্ক্রিয় করার খবর নিয়ে শোরগোলের মাঝেই মুখ্যমন্ত্রীর ঘোষণামত একদিকে প্রশাসন, অন্যদিকে দলীয় নেতা কর্মীরা পৌঁছে যাচ্ছেন আতঙ্কিত গ্রামবাসীদের পাশে। গত কয়েকদিন ধরেই রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জামালপুর, মেমারী, পূর্বস্থলী-সহ একাধিক ব্লকের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন ভারত ছেড়ে চলে যাবার ভয়ে। আর, ভয়ের কিছু নেই বলে অভয়বাণী দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর চিঠি এসে পৌঁছালো পূর্ব বর্ধমানে। মুখ্যমন্ত্রীর অভয়বাণী দেওয়া সেই চিঠি পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক বুধবার পৌঁছে দিলেন জামালপুরের জৌগ্রাম এবং আবুজহাটি ১ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে। মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত, স্বস্তিতে বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তায় খুশিতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে আবির রং ছুঁয়ে আবির খেলায় মাতলেন বাসিন্দারা। এই অভয়বাণীতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের রাজ্যের মানুষদের আধার কার্ড বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমি পেয়েছি। এই মানুষদের অধিকাংশই তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মানুষ অথবা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষ বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ। আমি আপনাদের সকলকে জানাতে চাই, রাজ্যের এমন সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারি বার্তা পেয়েছেন -তাঁদের এই নিয়ে কোনোরকম ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে আছে। সরকারি যে-সব সুযোগ-সুবিধা তাঁরা পান, এই কারণে তা কখনো বন্ধ করতে দেওয়া হবে না। আমরা ইতোমধ্যেই ‘রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে সেটা চালু হয়ে যাবে। যাঁরা যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁরা তাঁদের এই সংক্রান্ত তথ্য এই পোর্টালে জানাতে পারবেন। এছাড়া, মানুষের অভাব-অভিযোগের নিষ্পত্তি করার জন্য আমরা যে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ টেলিপরিষেবা চালু করেছি সেই ৯১৩৭০৯১৩৭০ নম্বরে সরাসরি ফোন করেও তাঁরা তাদের অভিযোগ জানাতে পারবেন। The administrative officer reached out to the inactive Aadhaar card holders with the Chief Minister's message
শেষে, আমি আর একবার সকলকে নিশ্চিন্ত করে বলছি, আধার কার্ড বাতিল সংক্রান্ত কোনো চিঠি পেয়ে থাকলে বিচলিত হবেন না। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আমি থাকতে আপনাদের কোনোরকম সমস্যা আমি হতে দেব না। ভালো থাকুন, সুস্থ থাকুন।” এদিকে, এদিন জামালপুরে মুখ্যমন্ত্রীর এই চিঠি পৌঁছানো সম্পর্কে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান জানান, জামালপুর ব্লকের জৌগ্রাম ও আবুঝহাটি ১ -এই দুই জায়গায় আধারকার্ড নিয়ে চিঠি এসেছিল। গোটা পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, পূর্ব বঙ্গের মানুষ আছেন তাঁদের বিরুদ্ধে যে অপচেষ্টা হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুখে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে অতিরিক্ত জেলাশাসক, বিডিও, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা-সহ তাঁরা উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের সাথে আছেন সেটা তিনি আবার প্রমাণ করলেন। যাদের আধারকার্ড ডিঅ্যাক্টিভের চিঠি এসেছিল তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হচ্ছে। ভয় বা আশঙ্কার কোনও কারণ নেই। The administrative officer reached out to the inactive Aadhaar card holders with the Chief Minister's message

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *