Breaking News

তাঁর স্বপ্নের মিষ্টি হাব দীর্ঘদিন বন্ধ, জানেন না মুখ্যমন্ত্রী

The Chief Minister does not know that the Misti Hub of his dreams has been closed for a long time

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি হাব। মুখ্যমন্ত্রী জানেন, তাঁর এই স্বপ্নের প্রকল্প ভালোভাবেই চলছে। আর তাই বুধবার বর্ধমানের গোদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের রসগোল্লা, মিহিদানা, ল্যাংচার প্রসঙ্গ তুলে বলেন, বর্ধমানের মিষ্টি হাব। সবাই যাতায়াতের পথে সেখানে দাঁড়ায়। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই শুরু হয়েছে বিস্ময়। এদিন সভা শেষে ফেরত যাওয়া অনেক সাধারণ মানুষই বলেছেন, মুখ্যমন্ত্রীকে জানানোই হয়নি তাঁর এই স্বপ্নের প্রকল্প অনেকদিন আগেই মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে রয়েছে তাঁর এই প্রকল্প। কিন্তু সেই তথ্য জেলা প্রশাসন দেয়নি মুখ্যমন্ত্রীকে। আর তাতেই মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য। Chief Minister Mamata Banerjee's shout from Burdwan meeting ahead of Lok Sabha polls উল্লেখ্য, ২০১৭ সালের ৭ এপ্রিল আসানসোল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ নম্বর জাতীয় সড়কের লাগোয়া বর্ধমানের বাম এলাকায় উদ্বোধন করেন তাঁর এই স্বপ্নের প্রকল্প মিষ্টিহাবকে। এই মিষ্টি হাবকে ঘিরে একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছিল। কয়েক কোটি টাকা ব্যয় করে দোতলা ভবন নির্মাণ করে ২৫ টি দোকানও চালু করা হয়। কিন্তু চালুর পরই খদ্দেরের অভাবে মুখ থুবড়ে পড়ে গোটা পরিকল্পনা। ২০১৭ থেকে চলতি ২০২৪ সাল পর্যন্ত কয়েক দফায় একাধিকবার এই মিষ্টি হাব চালুর চেষ্টা করে প্রশাসন। মিষ্টি হাব নিয়ে দোকানদারদের একাধিক প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু ক্রমাগত লোকসানের বহর বাড়তে থাকায় প্রতিবারেই মিষ্টি হাবের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মিষ্টি হাবের দোকানদারদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের সমস্ত মিটিং-এর টিফিন ও খাবার মিষ্টি হাব থেকেই নেওয়া হবে। কিন্তু কার্যত সেই সিদ্ধান্তও কার্যকর হয়নি। দেখা গেছে, সাম্প্রতিককালের প্রায় সমস্ত প্রশাসনিক বৈঠকেই টিফিন প্যাকেট এসেছে অন্য সংস্থা থেকে, মিষ্টি হাব থেকে নয়। এরপরেও মিষ্টি হাবে নেওয়া দোকানদারদের নিয়ে একাধিকবার বসে জেলা প্রশাসন। কিন্তু লাভ হয়নি। দোকানদারদের দাবি মেনে মিষ্টি হাবের সামনে যাত্রীবাহী বাস দাঁড়ানো-সহ একাধিক বিষয়কে তুলে ধরা হলেও লাভের লাভ কিছু হয়নি। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর হাতে এই মিষ্টি হাবকে তুলে দেবার সিদ্ধান্ত হয়। কিন্তু তারপরেও এখনও চালু হয়নি মিষ্টি হাব। এব্যাপারে এদিন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, মিষ্টি হাব যে বন্ধ এটা সত্যি। মিষ্টি হাব চালুর ব্যাপারে বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফলপ্রসূ হয়নি। সম্প্রতিও এই বিষয়ে কয়েকবার আলোচনায় বসা হয়েছে। বিভিন্ন সমস্যার বিষয় উঠে এলেও এখনও পর্যন্ত সমাধান সূত্র পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, সামনেই লোকসভা ভোট। ফলে লোকসভা ভোটের আগে মিষ্টি হাবকে চালু করা কতটা সম্ভব তা নিয়ে তাঁরা দোলাচলে রয়েছেন। তবে লোকসভা ভোট মিটলে তাঁরা আবার আলোচনায় বসবেন এই বিষয় নিয়ে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *