বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাজারে কাঁচা শাকসবজির দাম আকাশ ছোঁয়া। বৃহস্পতিবারও বর্ধমানে খোলা বাজারে আলুর দাম ৪০-৪২ টাকায় ঘোরাফেরা করছে। বুধবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট তুলে নেবার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপকভাবে হানাদারি চালানো হয়। এরপরই বুধবার ঘোষণা করা হয় বৃহস্পতিবার থেকে বাজারে আলুর দাম স্বাভাবিক হবে। কিন্তু বাস্তবে তেমন কোনো হেরফের হল না। এদিনও জ্যোতি আলু ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বিভিন্ন বাজারে। এদিকে, আলুর পাশাপাশি কাঁচা শাকসবজির দামও যখন উর্ধ্বমুখী তখন রীতিমতো কঠিন পরিস্থিতির শিকার হয়ে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার আইসিডিএসের কর্মীরা। এই উর্ধ্বমুখী বাজারে আইসিডিএস সেন্টার চালাতে গিয়ে তাঁরা ভয়াবহ সংকটের মুখে পড়েছেন। আর এই অবস্থায় বৃহস্পতিবার বাধ্য হয়েই জেলার আইসিডিএস কর্মীরা জেলাশাসকের কাছে বিক্ষোভ দেখালেন। এদিন অতিরিক্ত জেলাশাসকের কাছে তাঁরা এব্যাপারে স্মারকলিপিও দিলেন। এদিন আইসিডিএসের কর্মীরা জানিয়েছেন, তাঁরা ৯ হাজার টাকা বেতন পান। কিন্তু এই আইসিডিএস সেন্টার চালাতে গিয়ে তাঁদের বেতনের টাকা দিয়ে খরচ চালাতে হচ্ছে। একাধিক সেন্টারে ২-৩ মাস পর তাঁদের বেতন দেওয়া হচ্ছে। এরই মাঝে বাজার অগ্নিমূল্য এই অবস্থায় শিশু এবং প্রসূতিদের তাঁরা কীভাবে পুষ্টিকর খাবার দেবেন তা ভেবে পাচ্ছেন না। আইসিডিএসের কর্মীরা জানিয়েছেন, খোলা বাজারে এদিনও প্রতিটি সাড়ে ছটাকা দরে পোলট্রি ডিম বিক্রি হয়েছে। ফলে কীভাবে তাঁরা কিনবেন। এই ভর্তুকির টাকা কে দেবে? এরই পাশাপাশি তাঁরা জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী তাঁদের আইসিডিএসের নির্দিষ্ট পোশাক পরতে বলা হচ্ছে। অথচ তাঁদের শেষ শাড়ি দেওয়া হয়েছিল ৪ বছর আগে। কীভাবে তাঁরা পোশাক পরবেন? আইসিডিএস কর্মী চন্দনা দাশগুপ্ত জানিয়েছেন, এরই পাশাপাশি দীর্ঘদিন ধরেই তাঁরা জ্বালানির দাম বৃদ্ধি, কেন্দ্রগুলিতে জল ও শৌচালয়ের সুব্যবস্থা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁদের দাবি পূরণ হয়নি। এই অবস্থা চলতে থাকলে তাঁদের পক্ষে সেন্টার চালানো মুশকিল। বাধ্য হয়ে তাঁদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় জেলা আইসিডিএস প্রকল্পাধিকারিক পদশূন্য হয়ে রয়েছে প্রায় এক মাস। সমাজ দপ্তরের আধিকারিক রয়েছেন এই দপ্তরের। এর ফলে আইসিডিএস কর্মীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।
Tags Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News ICDS ICDS Center ICDS Recruitment Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …