মেমারী (পূর্ব বর্ধমান) :- অবশেষে বর্ধমানের মেমারী কলেজের পরিচালন সমিতি ভেঙে দেবার নির্দেশ দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে কলেজের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হল বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলেকে। উল্লেখ্য, মেমারী কলেজের তৃতীয় শ্রেণীর কর্মী মুকেশ শর্মার সঙ্গে নানাভাবে বিরোধ বাধে কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের। ওই তৃতীয় শ্রেণীর কর্মীর হাতে লাগাতার অধ্যাপকদের অপমানিত ও লাঞ্ছিত হবার অভিযোগ ওঠে। এই অভিযোগের জল গড়ায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর কাছেও। উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে কলেজে সুষ্ঠ পঠন পাঠন ও তাঁদের নিরাপত্তার দাবী জানান অধ্যাপকরা। এরপরই সোমবার কলেজের পরিচালন সমিতি ভেঙে দেবার নির্দেশ দেন উচ্চশিক্ষা দপ্তর। এদিনই কলেজের অধ্যক্ষের কাছে এই নির্দেশিকাও এসে পৌঁছায়। এই সিদ্ধান্ত খুশী অধ্যাপকমহল। কলেজ অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, নতুন প্রশাসক এসে যেরকম নির্দেশ দেবেন তাঁরা তেমনই চলবেন।
Tags Bardhaman Burdwan Department of Higher Education East Bardhaman East Burdwan Governing Body Higher Education Higher Education Minister Higher Education Minister Partha Chatterjee Memari Partha Chatterjee Purba Bardhaman Purba Burdwan tmc Trinamool Trinamool Congress উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান বর্ধমান মেমারি
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …