Breaking News

শুরু হলো কৃষ্ণসায়র উৎসব, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত

The 'Krishnasayar Utsav' has started and will continue till January 13

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার কৃষ্ণসায়র উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কৃষ্ণসায়র উৎসব কমিটির সভাপতি খোকন দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জ্জী প্রমুখরাও। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা বিশেষ কোনো পদাধিকারীকে উদ্বোধন অনুষ্ঠানে দেখা যায়নি। গোলাপবাগের কৃষ্ণসায়র পার্কে উৎসব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, এই উৎসব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণসায়র অছি পরিষদের উদ্যোগে দীর্ঘ বছর হয়ে থাকলেও এবং পোশাকীভাবে ‘কৃষ্ণসায়র ফুলমেলা’ বলে পরিচিত এই উৎসব মাঝখানে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ফের চালু হয়। The 'Krishnasayar Utsav' has started and will continue till January 13 এদিন উৎসবের উদ্বোধন করতে এসে খাদ্যমন্ত্রী বলেন, খোকন দাসের উদ্যোগে হচ্ছে এই কৃষ্ণসায়র মেলা। এখানে ফুলের সম্ভার, হস্তশিল্প প্রদর্শনী হচ্ছে। একটা নান্দনিক পরিবেশ। ইকোসিস্টেমটাও ভালো। খোকন দাসকে অনুরোধ করেছি গোলাপবাগ যখন নাম তখন গোলাপ গাছ নিয়ে একটি প্রজেক্ট করুন। যাতে আরও বেশি মানুষ আকৃষ্ট হবেন। বিভিন্ন ধরনের গোলাপ ফুল থাকলে আরও অনেক মানুষ ঘুরতে আসবেন। তিনি বলেন, খেলার মধ্যে দিয়ে শরীর চর্চা হয়, আর মেলার মধ্যে দিয়ে মানসিক অবসাদ কাটে। মুখ্যমন্ত্রীকে অনেকে অনেক কথা বলেন। তবে উনি যেটা ভাবেন, অনেকদিন পরে অনেকে সেটা বিবেচনা করেন। The 'Krishnasayar Utsav' has started and will continue till January 13

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *