ভাতার (পূর্ব বর্ধমান) :- গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই বিভিন্ন রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছে। এমনকি যে সমস্ত জায়গায় রাস্তা খারাপ সেগুলিকে চলাচলের উপযুক্ত করার জন্য প্রাথমিকভাবে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আদপেই যে প্রশাসনের এই নির্দেশ একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকায় পৌঁছাচ্ছে না, তা আরও একবার চোখে আঙুল দেখিয়েই দেখিয়ে দিল বর্ধমানের ভাতার থানার বামুনারা হাটতলা এলাকার বামুনারা প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা। ১০০ দিনের প্রকল্পে এই স্কুলের সামনের রাস্তা তৈরীর জন্য ফেলা হয়েছিল অনেক দিন আগেই মাটি। কিন্তু ওই পর্যন্তই। তারপর আর কিছু এগোয়নি। এদিকে একটানা বর্ষায় রীতিমত কর্দমাক্ত গোটা স্কুল। স্কুলের প্রধান শিক্ষক চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুলের এই রাস্তা খারাপ দীর্ঘদিন ধরেই। একশো দিনের কাজের জন্য মাটি দেওয়া হয়েছিল। কোন নিকাশি ব্যবস্থা নেই। ফলে জল জমে থাকছে। তারপরে ট্র্যাক্টর, গরুর গাড়ি, মাঠের লাঙ্গল যাচ্ছে সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, স্কুলে ১৩০ জন ছাত্রছাত্রী রয়েছে। অনেকে এই রাস্তা দিয়ে আসতে গিয়ে পা হড়কে পরেও গেছে। প্রধান শিক্ষক জানিয়েছেন, গোটা বিষয়টি পশ্চিম চক্রের পরিদর্শকের কাছেও জানিয়েছেন। রাস্তার জন্য খুবই সমস্যায় পড়েছেন। যে কোনো মূর্হূতে বড় কোন বিপদ ঘটে যাওয়ার আশংকায় রয়েছেন তাঁরা। অন্যদিকে, এব্যাপারে ভাতার পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক পিয়ালী শীল কিছু বলতে চাননি। বামুনারা পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলামের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, ভাতার ব্লকের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনা তিনি জানতেন না। দ্রুত ওই রাস্তা মেরামতের জন্য তিনি উদ্যোগ নেবেন।
Tags bad road Bardhaman Burdwan East Bardhaman East Burdwan muddy road Purba Bardhaman কাদার রাস্তা খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …