বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের শক্তিগড় ষ্টেশন এলাকাতেই মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শুক্রবার সকাল প্রায় সাড়ে ৫টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ হয়ে গেল রেলপরিষেবা। এই ঘটনায় চুড়ান্ত হয়রানীর শিকার হলেন সাধারণ থেকে নিত্যযাত্রীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে। বর্ধমান হাওড়া কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময়ে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারে নি। একই অবস্থা হয় বর্ধমান রামপুরহাট ও বর্ধমান আসানসোল শাখায়।বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায়। আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেসও। রেলের নিত্যযাত্রী শুভাশীষ কুমার জানিয়েছেন, রেলের তরফে এই ঘটনায় আগাম কোনো ঘোষণা না থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। বিশেষত, নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হন। বর্ধমান ষ্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এদিন সকাল প্রায় ৫ টা ৩৩ মিনিট থেকে ৭ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও দেরীতে হলেও সব ট্রেনকেই চালানো হয়েছে। কোনো ট্রেন বাতিল হয়নি বলে তিনি জানিয়েছেন।
Tags Barddhaman Junction Railway Station Barddhaman Railway station Bardhaman Junction Railway Station Bardhaman Railway Station Katwa railway station power outage Railway
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …