বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী লোকসভা নির্বাচনে অবাধে ভোট লুঠ করতে দেবে না রাজ্য সরকারের কর্মীরা। তার জন্য ইতোমধ্যেই তাঁরা চিন্তাভাবনা শুরু করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও তাঁরা আবেদন করেছেন। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা সংসদের অফিস অভিযানে অংশ নিতে এসে একথাই জানিয়ে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানিয়েছেন, সন্দেশখালি দিয়ে বোঝা গেছে রাজ্যে নারীদের অবস্থা কী পর্যায়ে দাঁড়িয়েছে। নিজের হক চাইতে আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়ন চলছে। এই অবস্থায় বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ডিএ আন্দোলন নিয়ে লাগাতার আন্দোলনের পাশাপাশি জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩ মার্চ সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে কলকাতার রাজপথে মহাসমাবেশ এবং ৬ এবং ৭ মার্চ লাগাতার ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন প্রাথমিক শিক্ষা সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি বর্ধমানে কার্জন গেটের সামনে পথসভা করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …