Breaking News

পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো প্রায় সাড়ে ৪১ লক্ষ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ৪১ লক্ষ ৩৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৯১ হাজার ৬৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা দাঁড়ালো ২০ লক্ষ ৪৬ হাজার ৬৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৭ জন। ১ জানুয়ারি ২০২৪ তারিখের নিরিখে গত ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচন আধিকারিক। আর সেই তালিকা অনুযায়ীই, পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ৪১ লক্ষ ৩৭ হাজার ৮২৯ জন। জেলায় নতুন ভোটার হলেন ৬৩ হাজার ৬৮৭ জন। নতুন ভোটার এবং স্থানান্তর কারণে জেলায় ভোটার হলেন ৮৫ হাজার ৩০৮ জন। বিভিন্ন কারণে জেলায় ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে ৬৬ হাজার ৮১৯ জনের নাম। ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪৫৮ জন। যা মোট ভোটারের ২.৪৮ শতাংশ। আশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৫৪ হাজার ৩১০ জন। মোট ভোটারের ১.৩৮ শতাংশ। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় ২ টি লোকসভা আসন বর্ধমান–দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব। এর মধ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের মধ‌্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার বেশ কিছু অঞ্চল। অপরদিকে, বীরভূমের বোলপুর লোকসভা আসনের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ও ২, কেতুগ্রাম ১ ও ২ এবং মঙ্গলকোট ব্লক। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লক। এর মধ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনটি গত লোকসভা নির্বাচনে বিজেপির সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়া জয়ী হন। অন্যদিকে, বর্ধমান পূর্ব আসনটিতে জয়ী হন তৃণমূলের সুনীল মণ্ডল। যদিও জয়ের পর তিনি বিজেপি চলে যান। পরে আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। Purba Bardhaman District Magistrate Office DM Office

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *