Breaking News

বিডিওকে আটকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ জানালেন গ্রামবাসীরা

The villagers protested against the irregularity of the Prime Minister Awas Yojana by blocking the BDO

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তাঁরা যোগ্য, ২০১৭ সালে তাঁরা আবাস যোজনার জন্য আবেদনও করেছিলেন। সম্প্রতি তাঁদের বাড়িতে খোঁজখবর নিতে যান পুলিশও। তাঁরা জানিয়ে যান তাঁরা বাড়ি পাবেন। কিন্তু তারপর হঠাতই তাঁরা দেখছেন তাঁদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর কেন এটা করা হয়েছে তা জানতেই এদিন বিডিও-কে আটকে তাঁরা জিজ্ঞাসা করেছেন। সোমবার সকালে বর্ধমান ২ ব্লকের জোতরাম হাইস্কুলে আবাস যোজনার যোগ্যদের কাছ থেকে নতুন করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এই কাজ দেখতেই এদিন জোতরাম স্কুলে আসেন বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। আর তাঁর আসার খবর পেয়েই এদিন এই স্কুলে হাজির হয়েছিলেন হীরাগাছি-কুলারী গ্রামের প্রায় ১৫টি পরিবারের সদস্যরা। এদিন এই গ্রামের বাসিন্দা দোলন বিশ্বাস, রূপো সরকার প্রমুখরা জানিয়েছেন, আবাস যোজনায় তাঁরা ২০১৭ সালে আবেদন করেছিলেন। সম্প্রতি প্রকাশিত তালিকায় তাঁদের নামও ছিল। তাঁরা প্রকৃত যোগ্য কিনা তা খতিয়ে দেখতে যান পুলিশ ও অন্যান্যরা। তখনই তাঁদের জানানো হয়, তাঁরা বাড়ি পাবেন। কিন্তু এরপরই তাঁরা দেখছেন তাঁদের নাম বাদ গেছে। আর তা জানতেই এদিন বিডিওকে আটকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন। দোলন বিশ্বাসরা জানিয়েছেন, এদিন বিডিও তাঁদের সঙ্গে কোনো কথাই বলতে চাননি। তিনি আগামী সোমবার বিডিও অফিসে তাঁদের যেতে বলে যান। The villagers protested against the irregularity of the Prime Minister Awas Yojana by blocking the BDO

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *