Breaking News

তৃণমূল কংগ্রেস পার্টির সম্মেলনে মন্ত্রীর সামনেই দলীয় কোঁদল তুঙ্গে

TMC Party Group conflict in front of the minister

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব প্রতিটি ব্লকে ব্লকে সম্মেলন করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে সম্মেলন। আর এদিন বর্ধমান ২নং ব্লকের কর্মী সম্মেলন থেকে বর্ধমান সদর ব্লকের সম্মেলনে রীতিমত দলের নেতানেত্রীদের তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডকে নিয়ে মিটিং ডাকা হয়। মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলার প্রায় সমস্ত নেতৃবৃন্দ। আর এদিন মন্ত্রীর সামনেই সংস্কৃতি লোকমঞ্চের ভেতর দলের দুই নেতার দুটি গোষ্ঠীর নেতাদের আকচা আকচিতে রীতিমত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। এদিন বর্ধমানের ২৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বর্ধমান পুরসভার প্রাক্তন উপপুরপতি মহম্মদ খোন্দেকার সাহিদুল্লাহ গোষ্ঠীর লোকজন হলের ভেতর ঢুকে শ্লোগান দিতে শুরু করলে পাল্টা গোষ্ঠীর লোকজনও শ্লোগান দিতে শুরু করে। এই ঘটনায় খোদ মন্ত্রী স্বপন দেবনাথ রীতিমত উত্তেজিত হয়ে বারবার দলীয় কর্মীদের থামতে বলেন। ক্ষুব্ধ স্বপনবাবু এদিন সাফ জানান, যাঁরা নেতা তাঁরা যদি তাঁদের বুথে হারেন তাহলে দল তাদের ক্ষমা করবে না।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *