Breaking News

দীর্ঘ প্রতিক্ষার পর বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে চালু হল ম্যান্ডেলা পার্ক পার্কি জোন

today the mandela park parking zone is opened

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ প্রতিক্ষার পর চালু হল ম্যান্ডেলা পার্ক পার্কি জোন। এদিন পার্কি জোনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী প্রমুখ। উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার এই পার্কি জোনের উদ্বোধন করেছিলেন। তারপরও এতদিন চালু করা যায়নি এই পার্কি জোন। অবশেষে আজ বর্ধমান শহরের কার্জন গেটের উল্টোদিকের এই পার্কিং জোন চালু হল। today the mandela park parking zone is opened বর্ধমান শহরের বিশেষত, বিসিরোডে রাস্তার দুদিকেই গাড়ি পার্কিং করে রাখায় যানজট নিয়ে জেরবার সাধারণ মানুষ। বিসিরোডে কোনো পার্কিং জোন না থাকায় সমস্যা বেড়েই চলছিল। ক্রেতারা বিসি রোডের যেখানেসেখানে দুচাকার যান পার্কিং করেন। সাথে থাকে ব্যবসায়ীদের যানবাহন। ফলে রাস্তার পরিসর কমে যায়। তৈরী হয় ব্যাপক যানজট। এর সাথেই রয়েছে বেআইনিভাবে রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসা। সমস্যার মোকাবিলায় রানিগঞ্জ বাজারের জল ট্যাংক এবং কার্জনগেট চত্ত্বরের ম্যান্ডেলা পার্ক – এই দুটি জায়গায় তৈরী করা হয়েছে পার্কিং ব্যবস্থা। today the mandela park parking zone is opened ম্যাণ্ডেলা পার্কের জায়গায় এই পার্কিংজোনটি তৈরী করেছে বর্ধমান উন্নয়ন সংস্থা। এই পার্কিং এলাকা তৈরী করতে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ভূগর্ভস্থ এই পার্কিংজোনে রাখা যাবে প্রায় ১০১টি দুচাকার যান। ভূগর্ভস্থ এই পার্কিংজোনের ওপরে থাকছে ফোয়ারা, ক্যাফেটেরিয়াও। পার্কিং-এর দেওয়ালে ম্যুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা চিত্র। দ্বি-চক্র যানের জন্য সময় ভিত্তিক পার্কিং ফি সাতটি ভাগে নির্ধারণ করা হয়েছে। ৩০ মিনিট পর্যন্ত ২ টাকা, ৪৫ মিনিট পর্যন্ত ৩ টাকা, ৪৫ মিনিট থেকে আড়াই ঘন্টা ৫ টাকা, আড়াই ঘন্টা থেকে চারঘন্টা ৭ টাকা, চারঘন্টা থেকে ৬ ঘন্টা ১০ টাকা, ৬ ঘন্টা থেকে সারাদিন ১৫ টাকা। দিনরাত্রি থাকলে দিতে হবে ২০ টাকা। today the mandela park parking zone is opened
এদিকে, এদিন এই পার্কি জোন উদ্বোধনের সাথেসাথেই পার্কিং নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মভঙ্গকরে পার্কি করা কিছু মোটোর সাইকেল চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। বেআআইনিভাবে পার্কিং করা বাইকগুলিকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ সুপার ভাস্কর মুখার্জী জানিয়েছেন, পার্কি নিয়ে আমরা মানুষকে সচেতন করেছি, ব্যবসায়ীদেরও জানিয়েছি ক্রেতাদের সচেতন করতে। পাশাপাশি এই ধরণের নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানিয়েছেন, ওই সমস্ত এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্রমীদের সাথে ক্যামেরা থাকবে। বেআইনিভাবে পার্কিং করলে গাড়ি-সহ চালকের ফটোতুলে রাখা হবে। পরে সেই ফটো দেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *