মেমারি (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালিতে আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে সভা করলো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। শনিবার মেমারি ২ ব্লকের অন্তর্গত সাতগেছিয়া চৌমাথায় একটি প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক লবান হাঁসদা ও রামদাস কিসকু, সদস্য মহাদেব টুডু, সামু মান্ডি, সবিতা কিসকু প্রমুখরা। এই সভা থেকেই এদিন সন্দেশখালি ঘটনায় আদিবাসীদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা জানানো হয়েছে। এরই পাশাপাশি ভুয়ো এস টি সার্টিফিকেট বাতিল করা, সাঁওতালি ভাষা চালু করা, শিক্ষা ক্ষেত্রে বন্ধ হোস্টেল চালু করা-সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এদিন এই প্রতিবাদ সভায় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সঙ্গে ৪৬ টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …