Breaking News

লোকসভা নির্বাচনের জন্য দুই বর্ধমানকে নিয়ে তৃণমূলের কোর কমিটি গঠন

Trinamool Congress core committee was formed with two Burdwans for the Lok Sabha elections.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা ভোটের আগে রাজ্যের মন্ত্রী তথা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বে থাকা অরুপ বিশ্বাসের নেতৃত্বে দুই বর্ধমান নিয়ে গঠিত হল তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। তৃণমূল সূত্রে জানা গেছে, এই কোর কমিটিতে রাখা হয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ, বর্তমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, রাজ্যের আইনমন্ত্রী পশ্চিম বর্ধমানের মলয় ঘটক, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তথা দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী-সহ দুই বর্ধমানের শাখা সংগঠনগুলির জেলা সভাপতিদের। আসন্ন লোকসভা নির্বাচনে দুই বর্ধমানের ৩ টি আসন যথাক্রমে বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং আসানসোলকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার জন্য ইতোমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। আর তারই প্রস্তুতিতে গঠন করা হল এই কোর কমিটিকে। Trinamool Congress core committee was formed with two Burdwans for the Lok Sabha elections. উল্লেখ্য, এই তিনটি আসনের মধ্যে রীতিমতো গলার কাঁটা হয়ে রয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন। এই আসনটিতে গতবার জয়ী হয়েছেন বিজেপির সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়া। তার আগে এই আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিতা। মমতাজ সংঘমিতার আগে এই আসন ছিল বামেদের দখলে। অন্যদিকে, আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহা জয়ী হলেও আসানসোল সিট নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে শাসক শিবির। অপরদিকে, বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের টিকিটে সুনীল মণ্ডল জয়ী হওয়ার পর তিনি আচমকাই বিজেপিতে চলে যান। যদিও তারপর আবার ফিরে আসেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই বর্ধমান পূর্ব আসনকে ঘিরেও রয়েছে টানটান উত্তেজনা।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *