বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকালে বর্ধমানের ঘোড়দৌড় চটি এলাকা থেকে ২৫জন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ট্যাবলো নিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। অভিনব এই যাত্রাপথের উদ্বোধন করতে হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক খোকন দাস প্রমুখরা। বাগবুল ইসলাম জানিয়েছেন, শহীদদের প্রতি সম্মান জানাতেই এই পায়ে হেঁটে ১০০ কিমি পথ যাবার অভিনব উদ্যোগ নিয়েছেন দলের কর্মীরা। শনিবার তারা সকাল ১০টার মধ্যে পৌঁছাবেন ধর্মতলায়। অন্যদিকে, কালনা মহকুমার পূর্বস্থলীর ফলেয়া গ্রামের বাসিন্দা সন্টু মন্ডল সাইকেল চালিয়ে ধর্মতলায় শহীদ সভায় যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা থেকে ২ লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়ে গেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস। অপরদিকে, ধর্মতলায় সমাবেশে যাবার জন্য কার্যত ৪দিন আগে থেকেই জেলার সিংহভাগ বাস তুলে নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলায় প্রায় ২৫০০ বাস চলাচল করে বিভিন্ন রুটে। তৃণমূলের সভার জন্য কার্যত প্রায় সমস্ত বাসই তুলে নেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত হয়রানির মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে কলেজ পরীক্ষার্থীরাও। এদিন বিএ দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল বিভিন্ন কলেজে। কিন্তু বাস না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। বর্ধমান জেলা বাস এ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত প্রায় ৪ দিন আগে থেকেই দক্ষিণ দামোদরের বাঁকুড়া ও আরামবাগ রুটে চলাচল করা ২৬০ টা বাসই তুলে নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় তৃণমূলের নেতারা বাস আটকে রেখে দেওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়েই সাধারণ মানুষকে বেশি টাকা খরচ করে অন্য গাড়িতে যাতায়াত করতে হয়।