বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মহিলাদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের অন্যায়, অবিচার ও অসম্মানের অভিযোগ তুলে পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার ‘চলো পাল্টাই’ স্লোগান দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে পাল্টানোর আহ্বান জানিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল করা হয়। এদিন বীরহাটা থেকে এই মিছিল শুরু হয়, কার্জনগেট চত্বর শেষ হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত, শহর সভাপতি আলপনা হালদার-সহ অন্যান্যরা।
শিখা দত্ত সেনগুপ্ত জানান, কেন্দ্রে একটা অপদার্থ সরকার চলছে। যারা ধর্মীয় উসকানি দিলেও মানুষের পেটের ভাত জোগাড় করতে ব্যর্থ। মনিপুর-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে মহিলারা নির্যাতিত হচ্ছেন। প্রতিহিংসার রাজনীতি চলছে। এরই প্রতিবাদে এই অপদার্থ সরকারকে পাল্টানোর আহ্বান জানিয়েই এই মিছিল করা হয়।
Tags Chalo Paltai Trinamool Mahila Congress
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …