বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের দামোদরে বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম ছট্টু তুড়ী (২০) এবং সেখ আরিফ ওরফে বিকি। বাড়ি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলার বাথান পাড়া এলাকায়। শুক্রবার সকালে দামোদরের চরমানা এলাকায় তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। পরে বর্ধমান থানা এবং খন্ডঘোষ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সেখ আরিফের বাবা সেখ ভুট্টু জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় ১০ জন বন্ধু চরমানা এলাকায় স্নান করতে যায়। সেখানেই একজন ডুবে যেতে দেখে অন্যজন তাকে বাচাতে গেলে দুজনেই ডুবে যায়। ভয়ে বাকিরা বাড়ি ফিরে এলেও কাউকে কিছু জানায়নি। বৃহস্পতিবার রাত থেকেই খোজাখুজি শুরু হয়। কিন্তু কোনও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে সাথে যাওয়া এক বন্ধুর পায়ে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। চাপে পরে সে তার দুই সাথীর জলে তলিয়ে যাওয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মেমারীর পাল্লা এলাকায় সাড়ে পাচ নম্বর ঘাটে বন্ধুদের সাথে স্নান করতে নেমে মারা যায় সুদীপ্ত রায় নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র।
Tags Bardhaman Burdwan Damodar River Drowned East Bardhaman East Burdwan Memari Purba Bardhaman খবর দামোদর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …