বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হলো ‘উৎসব সম্মেলন ২০২৩’। বর্ধমানের তালিত গৌড়েশ্বর হাই স্কুলে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, নিখিল কুমার সিনহা, সেখ ইদবক্স, বাচিকশিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, মঞ্জুরিতা চক্রবর্তী, চিকিৎসক বিকাশ দে বর্মন, অনন্যা দে বর্মন, উদয়পল্লি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক গোপাল ঘোষাল, সেখ আবুবক্কর, শ্রী সবুজের অভিযান সংস্থার সভাপতি নিখিল কুমার খাঁ, সম্পাদক তুষারকান্তি মুখোপাধ্যায়, অসীতকুমার পাঠক প্রমুখ। সংস্থার আহ্বায়ক অনির্বাণ রায় জানিয়েছেন, ২০২২ সালে তাঁদের সংস্থার থেকে পথচলা শুরু হয়েছে। প্রধানত শিক্ষককেন্দ্রিক এই সংস্থা প্রথম থেকে মানুষের পাশে থেকে নানান সমাসেবামূলক কাজে যুক্ত রয়েছে। শিক্ষার উন্নয়নে দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে চলেছে। সংস্থার পক্ষ থেকে সেমিনার, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি-সহ বিভিন্ন কর্মসূচী করা হয়ে থাকে। সবুজায়নের লক্ষ্যেও তাঁরা একাধিক কর্মসূচী করে থাকেন। অনির্বাণ রায় জানিয়েছেন, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি এই কর্মব্যস্ততার জীবনে একটা দিন তাঁরা আনন্দে মাতার জন্য এই উৎসব সম্মেলন করে থাকেন। ২০২৩ সালে বিশেষ কারণে এই সম্মেলন করতে না পারায় চলতি বছরের প্রথমেই করা হলো ‘উৎসব সম্মেলন ২০২৩’। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশেষভাবে সক্ষম ১৮৬ জনকে শীতবস্ত্র এবং ২৪ জন মহিলাকে পোষাক দেওয়া হয়েছে। পাশাপাশি পিকনিকের মরশুমে এদিন ২৫ জন শিশুর দুপুরের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সাংবাদিক-সহ বিশেষ্টজনকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন উপস্থিত ব্যবক্তিদের হাতে তুলে দেওয়া হয় গাছ ও একতারা।
Tags Shree Sabujer Abhijan Utsav Sammelan
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …