বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত ২০১৮ সালের নভেম্বর মাসে গোটা অবিভক্ত বর্ধমান জেলা তথা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সমস্ত প্রাইমারী এবং আপার প্রাইমারী স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে অভিযান চালায় জেলা প্রশাসন – সেই অভিযানে কালনা ১নং ব্লকের কোনো স্কুলকেই পাওয়া গেল না পরিচ্ছন্নতার নিরিখে। আগামী ২ আগষ্ট বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে নির্মল বিদ্যালয় পুরষ্কার প্রদান করা হবে।অবিভক্ত বর্ধমান জেলার ৫৯টি সার্কেলের একটি করে প্রাইমারী এবং একটি করে আপার প্রাইমারীকে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানিয়েছেন, জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক মৌলী সান্যাল। তিনি জানিয়েছেন,প্রতিবছরই নভেম্বর মাসের একটি সপ্তাহ জুড়ে স্কুলে স্কুলে নির্মল সপ্তাহ পালন করা হয়। সারাবছর ধরে স্কুলের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ কিভাবে চলছে তা সারাবছরের পাশাপাশি বিশেষ করে নভেম্বর মাসের এক সপ্তাহ ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়। কিন্তু ২০১৮ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় সেই অভিযানে কালনা ১ নং ব্লকের কোনো প্রাইমারী বা আপার প্রাইমারী স্কুলকেই তাঁরা নির্বাচনের তালিকায় নিয়ে আসতে পারেননি। কার্যত এই ব্লকের প্রাইমারী বা আপার প্রাইমারি কোনো স্কুলকেই পরিচ্ছন্ন তথা নির্মল বিদ্যালয়ের পুরষ্কার প্রাপক হিসাবে চিহ্নিত করা যায়নি। গোটা বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যের। তিনি জানিয়েছেন, কেন এমনটা হল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগামী নভেম্বর মাসে কালনা ১নং ব্লকের ওপর আলাদাভাবে নজর দেওয়া হবে। প্রসঙ্গত, তিনি জানিয়েছেন, অবিভক্ত তথা দুই বর্ধমান জেলার মোট ১১৭টি স্কুলকে এই নির্মল বিদ্যালয় পুরষ্কারে ভূষিত করা হবে। মৌলী সান্যাল জানিয়েছেন, যাঁরা নির্মল বিদ্যালয় পুরষ্কার পাবে তাদের নাম রাজ্যে শিশুমিত্র পুরষ্কারের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, শিশুমিত্র পুরষ্কার যারা পায় তাদের নামই পরবর্তীকালে যামিনী পুরস্কারের জন্য বিবেচিত হয়। গতবছর আউশগ্রাম–১নং ব্লকের যাদবগঞ্জ আদিবাসী স্কুল যামিনী রায় পুরষ্কার পেয়েছে। আগামী ২ আগষ্ট সংস্কৃতি লোকমঞ্চের অনুষ্ঠানে তাদেরও আলাদাভাবে সম্মানিত করা হবে। এছাড়াও পূর্বস্থলী ২ ব্লকের অন্নদাপ্রসাদ স্কুলকে এবছর সম্মানিত করা হবে।এছাড়াও স্কুলের পরিচ্ছন্নতা রক্ষায় উল্লেখযোগ্য কাজ করার জন্য ৫টি শিশুকে এবছর নির্মল বিদ্যালয় পুরষ্কার অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলে তিনি জানিয়েছেন।
Tags Nirmal Vidyalaya Nirmal Vidyalaya Award undivided Burdwan
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …