বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার বামশোর গ্রামে বাসের ধাক্কায় মাের্বল মিস্ত্রির মৃত্যুর পর পুলিসের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শেখ আজাই, শেখ সবুজ ও মদন শেখ। বামশোর গ্রামের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। শনিবার ভোরে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে ভাতার থানার এএসআই বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি কর্মচারীকে কাজে বাধা দান, কর্তব্যরত অবস্থায় মারধোর ও সরকারি সম্পত্তি নষ্ট করার ধারায় মামলা রুজু করেছে থানা। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতদের মঙ্গলবার ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাদশাহী রোড ধরে বর্ধমানের দিকে বাইক নিয়ে আসছিলেন নাসিমউদ্দিন শেখ (৩৮)। বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় তাঁর বাড়ি। বাদশাহী রোড ধরে আসার সময় বামশোরের বাগদিপাড়ার কাছে একটি বাস তাঁর বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই নাসিম মারা যান। এরপরই উত্তেজিত এলাকাবাসী মৃতদেহ ফেলে রেখে রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলের কাছে হাম্প নির্মাণের দাবি জানান তাঁরা। অবরোধের জেরে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভাতার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধ তুলতে গেলে উত্তেজিত জনতা পুলিসের উপর হামলা চালায়। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয়। মারধরে কয়েকজন পুলিসকর্মী জখম হন। ভাতার হাসপাতালে তাঁদের চিকিৎসা করানো হয়।
Tags Accident Bus Bus Accident
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …