বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম টুলু আনসারি, মহম্মদ ইমতিয়াজ ও শেখ সিরাজুল। খাগড়াগড়েই তাদের বাড়ি। শুক্রবার ভোরে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে মারধর ও খুনের চেষ্টার ধারায় দু’টি মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৫ জানুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিসের কাছে লিখিত অভিযোগে খাগড়াগড়ের বাসিন্দা সুলতান কুরেশি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি ফেরার সময় মাদ্রাসা মোড়ের কাছে কয়েকজন টাঙি, লোহার রড, ভোজালি প্রভৃতি নিয়ে তাঁর উপর হামলা চালায়। ভোজালি ও রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তাতে তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালের বেডে শুয়েই তিনি অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, খাগড়াগড়েরই বাসিন্দা মহম্মদ হোসেন জানিয়েছেন, ঘটনার দিন বিকেল ৫টা নাগাদ একটি ক্লাবের সামনে কয়েকজন তাঁর এবং কয়েকজন কর্মীর উপর হামলা চালায়। লাঠি, টাঙি দিয়ে তাঁদের মারধর করা হয়। তাতে তিনি সহ কয়েকজন জখম হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা করানো হয়। তাঁদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন।
Tags Khagragarh
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …