জামালপুর (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার জামালপুরে সিপিএম থেকে ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। জামালপুর ব্লকের হাবাসপুর গ্রাম থেকে জামালপুর ব্লক পার্টি অফিসে এসে সিপিএমের ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। ছিলেন ওই অঞ্চলের নেতা শেখ গফফার। মেহেমুদ খান জানিয়েছেন, শেখ নিজামউদ্দিন, বিকাশ মালিক, সাগর বাগ, অসীম সাঁতরা, দীপু কাজী, দিলু মালিক-সহ ৩৪ টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করে। কারণ তাঁরাও বুঝতে পেরেছেন তৃণমূল ছাড়া বাংলায় আর কোনো পার্টি সেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করতে পারবে না। সিপিএম ছেড়ে আসা শেখ নিজামউদ্দিন জানিয়েছেন, তাঁরা আগে তৃণমূল করতেন। মাঝে ভুল বুঝে সিপিএমে গিয়েছিলেন। কিন্তু তাঁরা এখন বুঝতে পেরেছেন তৃণমূল ছাড়া উন্নয়ন কেউই করতে পারবে না। তাই আবার তাঁরা তৃণমূল ফিরে এলেন।
Tags CPI(M) CPM tmc Trinamool Trinamool Congress
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …