বর্ধমান (পূর্ব বর্ধমান) :- উত্তরপ্রদেশ থেকে চোরাই পথে কচ্ছপ পাচারের অভিযোগে বর্ধমান স্টেশন চত্বর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান জিআরপি। উদ্ধার ৪৩ টি দেশীয় কচ্ছপ। ধৃতের নাম গোপাল সরকার, বাড়ি শক্তিগড় থানা এলাকায়। জিআরপি সূত্রে জানা গেছে, বর্ধমান স্টেশন চত্বরে রুটিন চেকিং-এর সময় গোপাল সরকারকে তিনটি ব্যাগ-সহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান জিআরপি ও অপরাধদমন শাখার অফিসাররা। তল্লাশিতে তার ব্যাগ থেকে বিভিন্ন সাইজের ৪৩ টি দেশীয় কচ্ছপ উদ্ধার হয়। জেরায় ধৃত জানিয়েছে, কচ্ছপগুলো উত্তরপ্রদেশের বেনারস থেকে লোকাল এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিলো। ধৃত গোপাল সরকারকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয় এবং উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …