Breaking News

পূর্ব বর্ধমান জেলায় পালিত হল কন্যাশ্রী দিবস

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হল কন্যাশ্রী দিবস। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পালিত হল ৫ম বর্ষ কন্যাশ্রী দিবস। এদিন জেলার ৫জন কন্যাশ্রীকে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য তাদের সম্বর্ধিত করা হয়। এদের মধ্যে রয়েছে দাবায় বৃষ্টি মুখার্জী, ক্যারাটেতে শ্রুতি বির, নিজের বিয়ে নিজেই সাহসিকতার জন্য আটকানোয় লিপি বিশ্বাস এবং দুই দুই ফুটবলার অঞ্জলী বিশ্বাস এবং অনন্যা মিস্ত্রী। এছাড়াও নাবালিকা বিয়ে আটকানোর জন্য কয়েকটি কন্যাশ্রী ক্লাবের টিম লিডারের হাতেও তুলে দেওয়া হয় পুরষ্কার। উল্লেখ্য, ২০১৭-২০১৮ বর্ষে এই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা পূর্ব বর্ধমান জেলায় মোট ২৬২টি নাবালিকা বিয়ে আটকায়। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতী চৌধুরী প্রমুখরা। শারদ্বতী চৌধুরী জানিয়েছেন, এদিন একইসঙ্গে জেলার ২৩টি ব্লক ও ৬টি পুরসভাতেও কন্যাশ্রী দিবস পালিত হয়েছে।

About admin

Check Also

The eviction of hawkers has started in Burdwan, the hawkers are fuming with anger

বর্ধমানে শুরু হকার উচ্ছেদ, ক্ষোভে ফুঁসছেন হকাররা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য এলাকার পর এবার বর্ধমান শহরেও হকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *