Breaking News

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭ জন

7 people were arrested on charges of gathering for the purpose of robbery

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পৃথক ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার দাবি করে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ডাকাত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতদের নাম সাইদুল শেখ ওরফে সাহিবুদ্দিন, শেখ মুজাফ্ফর ও সুজন কর্মকার। শক্তিগড় থানার তাঁতখণ্ড এলাকায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে জোতরাম এলাকায় একটি পেট্রল পাম্পের কাছে নির্জন জায়গায় জাতীয় সড়ক ধরে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় ৬-৭ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ৩ জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ২টি ভোজালি, লোহার রড, ৫টি লাঠি, নাইলনের দড়ি ও টর্চ উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।
অন্য একটি ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম শেখ ছোট্টু ও বিবেক দাস। বর্ধমান থানার তাঁতপুকুর মালিরবাগান ও বাজেপ্রতাপপুরের ডাঙাপাড়া এলাকায় ধৃতদের বাড়ি। জিআরপি জানিয়েছে মঙ্গলবার রাতে ২-৩ নম্বর প্ল্যাটফের্ম আসানসোলের দিকে একটি নির্জন জায়গায় ৮-৯ জন দূরপাল্লার ট্রেনে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। সেখানে হানা দিয়ে দু’জনকে ধরা হয়। দলের বাকিরা পালাতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড উদ্ধার হয়েছে।
অপরদিকে, ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম আলিবর শেখ ও শেখ আমিন। বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়া ও দুবরাজদিঘি কেটলি পুকুর এলাকায় ধৃতদের বাড়ি। মঙ্গলবার রাতে বেচারহাট এলাকায় জাতীয় সড়কের পাশে একটি হিমঘরের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের ধরে পুলিস। রবিবার রাতে বর্ধমান-কালনা রোডে কপিবাগান এলাকা থেকে ডাকাত সন্দেহে ৪ জনকে ধরে পুলিস। ধৃতদের কাছ থেকে ভোজালি, রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে আলিবর ও আমিন ছিল বলে পুলিসের দাবি। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৩ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *