Breaking News

মহিলাদের দিয়ে যৌন র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেপ্তার হোটেল ম্যানেজার, উদ্ধার ৮ মহিলা

A hotel manager has been arrested for allegedly running a sex racket with forced women.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বর্ধমানের ফাগুপুরের একটি হোটেল থেকে পুলিশ উদ্ধার করল ৮ জন মহিলাকে, ঘটনায় গ্রেফতার হোটেল ম্যানেজার। ধৃত হোটেল ম্যানেজার বর্ধমানের ৪নং ওয়ার্ডের তৃণমূলের একজন নেতার ভাই বলে জানা গেছে। ধৃত ম্যানেজারের নাম প্রশান্ত মাল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জ্জী জানিয়েছেন, গতকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশ একটি সুনির্দিষ্ট ইনফরমেশন পায়। তার উপর পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। জানতে পারা যায় কোনও একজন মহিলাকে দিয়ে ফাগুপুরের কাছে একটি হোটেলে জোড় করে যৌন পেশা চালানো হচ্ছে। সেই তথ্য অনুযায়ী ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল একটি স্পেশাল টিম তৈরি করেন। তাঁরা সেই হোটেলে হানা দেন। ৮ মহিলা উদ্ধার হয়েছে। তারমধ্যে ১ জন নাবালিকা। হোটেল ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করা হয়েছে। A hotel manager has been arrested for allegedly running a sex racket with forced women. ইমমোরাল ট্রাফিক প্রিভেনশন এবং পকসো আইনে মামলা শুরু করা হয়েছে। কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাঁরা বেশ কয়েকদিন এখানে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই মহিলারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং অন্য রাজ্যের। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তুলে ৭ দিন হেফাজতে চাওয়া হয়েছিল, ৪ দিন পুলিশ হেপাজত পাওয়া গেছে। এদিকে, ধৃত হোটেল ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেপ্তার করতেই সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির এক জেলা নেতা জানিয়েছেন, ধৃত প্রশান্ত মালের দাদা বর্ধমান পৌরসভার ৪নং ওয়ার্ডের ২৭নং বুথ কমিটির নেতা। এর থেকেই বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবাংলায় কি অরাজকতা চলছে। ওই বিজেপি নেতা জানিয়েছেন, ২১ জুলাইয়ের সভায় খোদ তৃণমূলের সুপ্রিমো নির্দেশ দিয়েছেন, মহিলাদের সম্মান জানানোর জন্য। আর তারপরেই তৃণমূল নেতার ভাইয়ের মহিলাদের নিয়ে এই কারবারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল দলে কি চলছে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *