Breaking News

নজীর বিহীন সিদ্ধান্ত জেলা পরিষদের, জেলার সমস্ত স্কুলের সমস্যা মেটাতে গঠন হচ্ছে শক্তিশালী নজরদারি কমিটি

Stock Photo - Purba Bardhaman Zilla Parishad - Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জেলার স্কুল সংক্রান্ত যাবতীয় অভাব-অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য নজরদারি কমিটি গঠনের সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের উপস্থিতিতে শুক্রবার জেলা পরিষদের শিক্ষা দপ্তরের স্থায়ী কমিটির সভায় এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা স্থায়ী সমিতির সমস্ত সদস্য ও জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে গঠিত হচ্ছে এই কমিটি। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জেলার একাধিক স্কুল থেকে উঠে আসা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার একটা প্রস্তাব রেখেছিলেন। জেলার বিভিন্ন স্কুলে পঠনপাঠন, মিড ডে মিল-সহ বিভিন্ন বিষয়ে অনেক সমস্যা উদ্ভূত হয়, বিস্তর অভিযোগও জমা পড়ে। যে অভিযোগগুলো মূলত জনসাধারণ, জনপ্রতিনিধি ও সংবাদ মাধ্যম থেকে আসে। সেগুলো যাতে তদারকি করা যায় এবং যে সমস্ত সমস্যা বা অভিযোগগুলো উঠে আসে তার দ্রুত সমাধান করা যায় তার জন্যই একটা নজরদারি কমিটি গঠন করা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে কর্মাধ্যক্ষ, স্থায়ী সমিতির সকল সদস্য ও স্কুল পরিদর্শকরা থাকবেন। এই নজরদারি কমিটি অভিযোগের ভিত্তিতে এবং স্বতঃপ্রণোদিতভাবে যেখানে মনে হবে যাওয়া প্রয়োজন সেখানে যাবে, সমস্যার সমাধান করার চেষ্টা করবে। শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জানিয়েছেন, জেলা পরিষদের বোর্ড গঠন হওয়ার পরই বহু সাধারণ মানুষ থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এমনকি জনপ্রতিনিধিরাও তাঁদের এলাকার শিক্ষা সংক্রান্ত নানান অভাব-অভিযোগ নিয়ে ক্রমাগত জেলাপরিষদ আসছেন বা ফোন করছেন। কিছুক্ষেত্রে সমস্যার সমাধান করা গেলেও অনেক সময় তার সমাধান করতে গিয়ে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। যার অন্যতম কারণ হল একসঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করা যায় না। তাই এই নজরদারি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি দ্রুততার সঙ্গে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি, অভাব-অভিযোগ খতিয়ে দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করবে। এর ফলে জেলার শিক্ষা সংক্রান্ত বহু সমস্যার দ্রুত সমাধান করা যাবে।


Career Climb Family Furniture

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *